
“ আজ খুলে দিলাম দ্বার ” -
কেন মনে হয় তোমাকে বেঁধে রেখেছি চরম অবহেলায়
অবিরত বিদ্ধ করি কটুক্তি অপমান অবিশ্বাস হেলায়
সবই সহ্য করো ভালবাসার নিরিখে অবাধে
চোখে জল হৃদয়ে রক্ত ঝরে কিসের তাগিদে ?
গভীরতা না বুঝেও ভালবাসার কথা বলি কত সহজে
মূর্খ আমি বুঝি না প্রেম ঢোকে না মগজে
কত সহজেই বলে দিতে পারি- 'ভুলে যাও সব
আসবো না আর তোমার কাছে- থাকবো নীরব' !
সেই তুমি বার বার ফিরিয়ে আনো ভালবাসায়
ধরিয়ে দাও কলম ফিরিয়ে দাও কবিতায়
সেই আবদারে ফিরে আসতেই হয় মাথা নিচু
যদিও রক্ত ঝরা কান্না থামাতে পারিনা অহং উঁচু !
কেন মনে হয় তোমাকে ভালবাসি না একটুও
শুধুই ঝগড়া অবিশ্বাস চোখরাঙ্গানো
কথার পিঠে কথা বিরক্তি এলোমেলো
এই নিয়েই বুঝি খুশি থাকি নিরন্তর ঝলোমলো !
আজ মনে হয় বন্দি করেছি মনের গরাদে অবুঝ
বেশ তো ছিলে আপন ভোলা খোলামেলা সবুজ
আর মেনে নিতে পারিনা তোমার এই বন্দী জীবন
ডানা মেলা পাখী তুমি... খোলা আকাশ স্বাধীন
তুমুল আড্ডা হৈ চৈ হাসি ঠাট্টা বন্ধু অবাধ
যাও যাও ফিরে যাও, করবো না আর প্রতিবাদ !
আমি বরং একা থাকি যেমন ছিলাম পূর্বে...
থাকবে চোখ আকাশেতে তুমি যখন উড়বে !!!
(১৬.০৩.২০১৩) ---- পর্ণা । ©
দেরাদুন ।
সুচিন্তিত মতামত দিন