.jpg)
ধুপের ঘ্রান
দিনে নয় রাতে নয়
মন যখন খুঁজে
তোমাকে ,
না হয় হউক
সে সময় কিছু কথা ।।
দিনে নয় রাতে নয়
জানি মানবেনা
কোন বেলাতেই আমার কথা ,
কিন্তু আমি কি করি ?
এযে সময়ের দাবী ।।
দিনে নয় রাতে নয়
কেন সময় –অসময়ে
এমন করে কর জ্বালাতন ।।
দুত ছাই !!
বলে দাও না আমায় ।।
তা নাহলে
আমি আমাকে জ্বালাবো
এক মুঠো ধুপ কাঠিতে ,
বুকের মাঝে
যেখানে বলে
কেবল তোমার কথা ।।
এক মুঠো ধুপ কাঠি
আস্তে আস্তে পোড়াবে
চামড়ার মাংস ভেদ করে ,
আমার পোড়ার গন্ধ
কেউ পাবে না
পাবে ধুপের ঘ্রান ।।
ঢাকা ।
valo
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন