
এক রাতের প্রতিজ্ঞা
কষ্ট জমে জমে ধোঁয়ার গুমোট কুন্ডূলি ক্ষোভের
মেঘেরা ঠায় দাঁড়িয়ে আকাশে
হতে পারে তুমুল বর্ষণ ।
স্বপ্ন-আঁকা চোখে ঘুমোতে গেল যে যুবক
বুকে তার জলের তাণ্ডব
মাঝ রাতে দুঃস্বপ্নের মতো তাড়া করে অস্থিরতা
......সময় এসেছে কিছু করতেই হবে এই প্রত্যয়ে তাকিয়ে থাকে
নক্ষত্রের দিকে । রুদ্ধশ্বাসে সকালের অপেক্ষায় থাকে !
হাওয়ায় আজ বড় বেশী সীসা আর কর্পূরের ঘ্রাণ
রোদ্দুরেও আজকাল খুব রেডিয়েশন! কেমন অশুভ ইঙ্গিত
ব্ল্যাক আওট এর রাতে শহরটা স্তব্ধ !
কদিন ধরেই রাস্তায় রাস্তায় সুসজ্জিত সেনাদের টহল
কান পাতলেই শোনা যায় কুচকাওয়াজ !
আকাশে যুদ্ধ- বিমানের ব্যাস্ততা খুব বেশী ।
মানুষের সচেতন চলাচল মনের গভিরে অশনি শংকেত !
এভাবেই কেটে গেল সময় হঠাৎ মাঝরাতে
বুলেট বৃষ্টি ,ব্রাশ ফায়ার , বেয়নেট আর কামানের গর্জন
নিরস্ত্র মানুষের আর্ত চিৎকার
কান্নায় আর লাশের গন্ধে ভারী ভোরের বাতাস
একটু সময় বিহ্বলতা তারপর গুমোট মেঘটা
দারুন আক্রোশে
ঝাঁপিয়ে পড়লো বৃষ্টি , শিলা আর বজ্র
বাংলার বুকে রক্ত -বন্যা আর অগ্ন্যুৎপাত ।
শত শত যুবকের হাতে গর্জে ওঠে মেশিনগান ।
ঢাকা ।
খুব চমৎকার লেখা। ভালো লাগলো
সুচিন্তিত মতামত দিন