মামনি দত্ত








পরষ্পর

সেই যে ভেসে গেছিলো তোমার স্পর্শ
হাওয়া পেয়ে অকাতরে চাঁপা সুবাস
ঢেউ সাজায় প্রতি বাঁকে ওইখানে জন্ম নেয়
আমি অরন্যের পথচলা,
মাটির বুকে নরম পায়ের নির্জনতা
জেনেছে বহুদিন আগেই তো এই ওঠা পড়া
তথাপি আঙুলে আঙ্গুল রেখেছে তপ্ত শ্বাস
আর তুমি আর্ত ঠোঁটের বেয়ে চলা
এক নতুন মৃতুর কোলে।
আমিই ধারন করি পালন করি
অগুনতি যতি চিহ্ন , তোমার প্রসারিত দুই হাত
থেকে ঝরে পড়ে না জানা কতো রহস্য,
অন্ধকার বুকে নিয়ে আরও একবার ছুঁই
চিবুক ঘ্রাণ ভালবাসায় জন্মাতে জন্মাতে।।



সীমানা

যে পথে ডানা মেলে উড়ে যাওয়ার
কথা ছিলো, সেই পথে -
ফিরে গেছে এলোমেলো পায়ের ছাপ,
অথচ, আকাশের গায়ে দিব্যি আঁচড় কাটে
নরম সরম একজোড়া চোখ,
যে চোখের কূলে পা রাখা মাত্রই
ফেটে যায় নৈঋত কোণ -
ঢাল বেয়ে চড়াই প্রবাহ, কেবল
পুনর্বাসনের সময়কাল ধাঁধাশীল হয়ে
অঝরে নেমে আসে ডানার উৎসমুখ
করতলে রেখে।।


কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আমিই ধারন করি পালন করি
    অগুনতি যতি চিহ্ন , তোমার প্রসারিত দুই হাত
    থেকে ঝরে পড়ে না জানা কতো রহস্য,
    অন্ধকার বুকে নিয়ে আরও একবার ছুঁই
    চিবুক ঘ্রাণ ভালবাসায় জন্মাতে জন্মাতে।।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন