
প্রস্তুত
একটা বল্লম হতে চাই,
কোন এক কাঙ্ক্ষিত রাতে
নদীর পাড়ে গিয়ে ওদের পুঁতবো,
ওদের রক্তে রঙীন হতে চাই।
এত সস্তা গনহত্যা?
এত সস্তা হিসেব গনধর্ষনের?
মাটি ফুঁড়ে ওঠা রক্তবীজের দল,
রাজাকারের শরীরে রক্ত ছিলনা কখনো;
যারা এখনো পালিয়ে আছে,
একে একে তাদের বিষ মাখতে চাই।
সেই দড়ি হতে চাই,
যাতে মনুষ্যরূপধারী জানোয়ারগুলোকে ঝুলিয়ে রাখতে পারি।
জাজের ভাষায় ‘হ্যাং টিল ডেথ -
আমার ভাষায়, শেষ রক্তবিন্দু হীম – নীল হওয়া পর্যন্ত,
চোখের সামনে রক্তিম উল্লাসটা উৎযাপন করতে চাই।
জ্বলো উত্তাল শাহবাগ জ্বলো,
প্রদীপ, মোমবাতি, মশালে কী হয়?
তোমাদের আগুনে আমায় দড়ি বানিয়ে দাও
রক্তচোষার দলগুলোকে আমার প্রতিটি শ্লেষে টেনে
অমরত্বের বিষ পান করতে চাই।
ছেড়ে দাও আমাদের কাছে
যত কাদের মোল্লা আছে,
আজ আমরা সবাই বল্লম কিংবা দড়ি হতে প্রস্তুত।
ঢাকা ।
জ্বলো উত্তাল শাহবাগ জ্বলো,
উত্তরমুছুনপ্রদীপ, মোমবাতি, মশালে কী হয়?
তোমাদের আগুনে আমায় দড়ি বানিয়ে দাও
রক্তচোষার দলগুলোকে আমার প্রতিটি শ্লেষে টেনে
অমরত্বের বিষ পান করতে চাই।
khub sundar
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন