সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )








“ রাজাকারের ফাঁসি চাই ” 

জানিনা রাজাকার এখনও বেঁচে আছে কেন ?
ফেসবুক কাগজ টিভিতে রোজ দেখি প্রতিদিন-
একটাই দাবী- ‘রাজাকারের ফাঁসি চাই’ !
নিশ্চয় এমন কেউ যার জন্য মানুষ
আজ উত্তাল উন্মত্ত জান কবুল...
ক্রোধে ফেটে পড়ছে জনসমুদ্র ;
বইছে রক্ত-গঙ্গা সারি সারি লাশ বিদ্রোহী !
তবু থামে না গর্জন প্রান বিসর্জন,
একটাই দাবী- ‘রাজাকারের ফাঁসি চাই’ !
চিন্তা শুধু একটাই-
আর কত রক্ত ঝরালে ফাঁসি হবে রাজাকারের ?
চিন্তা- বাঙ্গালীর এমন রক্ত ঝরা দেখে,
চিন্তা- মানুষের রক্ত এতো ঝরা দেখে,
রক্ত ঝরছে বাঙ্গালীর... রক্ত বইছে মানুষের;
আর কত রক্ত চাও নরাধম পিশাচ ?
বাংলা মায়ের কোল উজাড় প্রতিদিন
আমরা বাঙালী, বাংলা মায়ের সন্তান
শুধু একটা ফাঁসি-ই তো চাই...
নয় খুব বেশি চাওয়া, নয় খুব বেশি ক্ষতি
শুধু একটাই দাবী-
জান যায় যাক... রাজাকারের ফাঁসি চাই !!!

(০৩.০৩.২০১৩) ---- পর্ণা । ©


দেরাদুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন