.jpg)
“ রাজাকারের ফাঁসি চাই ”
জানিনা রাজাকার এখনও বেঁচে আছে কেন ?
ফেসবুক কাগজ টিভিতে রোজ দেখি প্রতিদিন-
একটাই দাবী- ‘রাজাকারের ফাঁসি চাই’ !
নিশ্চয় এমন কেউ যার জন্য মানুষ
আজ উত্তাল উন্মত্ত জান কবুল...
ক্রোধে ফেটে পড়ছে জনসমুদ্র ;
বইছে রক্ত-গঙ্গা সারি সারি লাশ বিদ্রোহী !
তবু থামে না গর্জন প্রান বিসর্জন,
একটাই দাবী- ‘রাজাকারের ফাঁসি চাই’ !
চিন্তা শুধু একটাই-
আর কত রক্ত ঝরালে ফাঁসি হবে রাজাকারের ?
চিন্তা- বাঙ্গালীর এমন রক্ত ঝরা দেখে,
চিন্তা- মানুষের রক্ত এতো ঝরা দেখে,
রক্ত ঝরছে বাঙ্গালীর... রক্ত বইছে মানুষের;
আর কত রক্ত চাও নরাধম পিশাচ ?
বাংলা মায়ের কোল উজাড় প্রতিদিন
আমরা বাঙালী, বাংলা মায়ের সন্তান
শুধু একটা ফাঁসি-ই তো চাই...
নয় খুব বেশি চাওয়া, নয় খুব বেশি ক্ষতি
শুধু একটাই দাবী-
জান যায় যাক... রাজাকারের ফাঁসি চাই !!!
(০৩.০৩.২০১৩) ---- পর্ণা । ©
দেরাদুন ।
Khub valo bondhu....... :-)
উত্তরমুছুনthanx a lots deb. ekhane ese kobita porar jonyo.
মুছুনDarun..
উত্তরমুছুনtomar lekha niye r ki boli.sobdo pai na je..
Sup, tomar eto valo legeche jene sotti khub anondo pelam bondhu. songe theko.
মুছুনKhubi sundor porna. .
উত্তরমুছুনThanx my swt frnd Buju, kobitar songe thakar jonyo. valo lagar jonyo khushi holam khub.
মুছুনসুচিন্তিত মতামত দিন