
ঘুমন্ত বিবেক
বিবেক তুমি ঘুমোও , কি হবে জেগে
তুমি ঘুমলে চোখ দেখবে না
গান পাউডারে পুড়ছে সংসার ,
দেখবে না মৃত স্বপ্নরা মাটিতে লুটিয়ে ।
বাংলার এক নষ্ট বংশীবাদকের কথা জানই তো ।
তিনি বাঁশীতে ফুঁ দেয়া মাত্রই
তারা বেরিয়ে আসে রাস্তায় অন্ধকার হতে ,
তাদের হাতে থাকে অদ্ভুত সব যন্ত্রপাতি
একে একে জ্বালিয়ে দেয় চারপাশ
ছিঁড়ে ফেলে দেহ থেকে হাত-পা ।
তোমার হয়তো গ্রিক মিথে বিশ্বাস প্রবল
তাই মেনে নিয়েছ একজন নিরোকে ।
যখন একদল পাষণ্ড মায়ের দেহ থেকে
ছিঁড়ে ফুঁড়ে হৃদপিণ্ডকে বের করে আনার প্রত্যয়ে মত্ত ,
তখনও তিনি আপন মনে বাঁশী বাজাচ্ছেন ।
তুমি জানো না এই বাঁশীর সুর কখন থামবে ,
এর চেয়ে তোমার ঘুমনোই ভাল
বিবেক তুমি ঘুমোও , কি হবে জেগে ।
চট্টগ্রাম ।
khub valo
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন