ইন্দ্রাণী সরকার








কোথায় তুমি ?

ওগো প্রিয় আমার, তুমি ছাড়া কেন
কিছুই আর ভাল লাগে না ?
শুধুই চেয়ে থাকি আকাশ পানে
উদাসী মেঘে হই আনমনা |
কৃষ্ণচুড়ার বনে লেগেছে আগুন
সে আগুন আমার মনে জ্বলে,
ছায়াঘন পথের ধারে থাকি বসে
তোমার ছায়া দেখতে পাবার ছলে |
আঁকাবাঁকা পথ ধরে চলতে থাকি
যদি পাই হঠাত তোমার দেখা ,
নিশুতি রাত, ভালোবাসা কোথা কয়
সবখানে তোমারি নাম আছে লেখা ||




খুঁজে পেলাম আবার তোমায়


কাশ্মীরের সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রথম
তোমার হাতের স্পর্শ পেলাম আমার হাতে |
শিকারা যখন স্রোতের দোলায় একটু হেলে গেল,
আমি ভয়ে দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠলাম আর
তখনি তুমি আমার হাত ধরে নিলে শক্ত করে তোমার হাতে |
আমি কান পেতে শুনলাম তুমি যেন চুপিচুপি বললে ....
তোমায় বড্ড ভালোবাসি গো |
তারপর কত বছর কেটে গেল তার আর হিসেব নেই |
পথে যেতে যেতে থমকে দাঁড়াই হঠাত ...
পিছনে তাকাই সে কী তুমি ?
শুধু তাকানোই সার হয় তোমায় ত' দেখি না !
ফ্লোরেন্সের আর্ট মিউসিয়ামে যখন আমি
পেন্টিং দেখতে ব্যস্ত হঠাত মনে হলো পাশেই
কে যেন দাঁড়িয়ে অবিকল তোমার মত কেউ |
আমি চমকে ফিরে তাকাই কিন্তু না এ ত' তুমি নও !
মন আর বসে না কারুশিল্প দেখার দিকে,
মন খালি বলে --- না না না সে নেই সে নেই |
সে কোথাও নেই, সে হারিয়ে গেছে চিরতরে |
এরপর চলে যাই রোমের ভ্যাটিকান সিটি মিউসিয়ামে |
সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে পড়ে গেলাম |
সবাই ছুটে এলো, আমি যে আর হাঁটতে পারি না |
কেউ যেন বললো --- এই ত' ডাক্তার এসে গেছে |
আমি মুখ তুলে তাকালাম আর অবাক চোখে দেখলাম
এই ত' তুমি তাকিয়ে আছো আমার দিকে !
সময় তুমি থেমে যাও, আমায় এই মুহুর্তের গভীরতায়
ডুবতে দাও, আমি ক্রমশঃ নিজেকে হারাই |
এই ত' সেই চোখ, এই ত' সেই মুখ, এই ত' সেই হাত
যে হাত একদিন কাশ্মীরের শিকারায় আমার হাত
শক্ত করে ধরে নিয়েছিল |
চেয়ে দেখি আবার সেই হাত দুটি
আমার হাতের দিকে বাড়ানো
আমায় আরও একবার বাঁচিয়ে দিতে,
আমায় আশ্রয় দিতে ঐ দুই বাহুর মাঝে
বুকের মাঝখানটিতে যেখানে আমি এবার ঘুমোবো |
বড় শান্তির ঘুম, মন বলে এ ঘুম ভাঙতে যেন
লাগে অনেক বর্ষ, অনেক আলোকবর্ষ,
ভেসে যেতে চাই অনন্ত অন্তহীন ভালোবাসার সমুদ্রে ||


ফিলাডেলফিয়া  ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সময় তুমি থেমে যাও, আমায় এই মুহুর্তের গভীরতায়

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন