
প্রতীক্ষার প্রহর
গোধূলীর আবছা আলোয়
সবুজ ঘাসের বুক ছুঁয়ে
দিগন্ত রেখায়;
অস্তগামী সূর্যের বিদায়ী প্রতিশ্রুতি
আগামীকাল আবার দেখা হবে ।
রাতের নির্জনে ঘাসের বুকের প্রতীক্ষায়
শ্রাবণের ঘনঘটা,
বৃষ্টিতে ভিজে ভিজে কাঁটে প্রতীক্ষার প্রহর
দিনের শুরু হলেও
সপ্তাহ জুড়ে অপেক্ষার হয় না শেষ,
অঝোর ধারার বৃষ্টির টানে; নদীর দুকূল ছাপিয়ে
এল প্লাবণ ; অথৈ জলে ডুবে যাওয়া
ঘাসের বুকে আবার জেগে ওঠে
নতুন আশা; শরৎ এলেই
ভিজবে শিশিরে,
ডুবে যাওয়া আর ভেজা তো
এক কথা নয়;
শরতের প্রতিটি সকালে
সোনালী সূর্যের আলো
ঘুচাবে বিস্তর ব্যবধান ।
পতাকার স্বাধীনতা
সবুজ ফসলের মাঠে; বিষাক্ত কীটেরা ছেয়েছে
হলুদ কষ্টের আর্তঅনুনাদে
কেউ নেই আর ঘুমে;
সন্তানের সন্তানেরাও উঠেছে জেগে ।
ভোরের বিশুদ্ধ বাতাস প্রবাহে
পাখির কণ্ঠে জাগরণের গান,
অগণিত সৎ প্রাণের
গোপনে পোড়া নিরব কষ্টের ধূপও
সরবে উঠেছে জ্বলে ।
আত্নজিজ্ঞাসার বোধের আগুনে
সব ফাঁকি অসত্য স্বাক্ষর
পুড়ে হবে চিরছাই ;
অগ্নি শপথ আর রক্ততপস্যা বুকে,
মানবতার আদর্শ বাতাসে ভেসেই
ধ্রুবতারা হতে আসবে এবার
পতাকার স্বাধীনতা ।
ঢাকা ।
ধ্রুবতারা হতে আসবে এবার
উত্তরমুছুনপতাকার স্বাধীনতা ।
সুচিন্তিত মতামত দিন