এই দিনেই
ভেবেছিলাম থামতে হবেই
পথ নাই, আর পারাবারের ...
নতুন শপথ তোল'রে তোল
খেলছে ধূর্ত দুর্বৃত্তেরা
জখমের পর জখম করে চক্ষু লজ্জ্যা ভুলে
পথ নামাও বদ্ধ পথেই
তোমার আমার হবে রে পথ
অশ্রু নয় এক বিন্দুরও
বুক ভরাবে কি নিন্দুকেরা
জয়ের মালা তো এক দিনেরই
সেই দিনেরে নিয়ে আসো এই দিনেই ।
নিউজিল্যান্ড ।
জয়ের মালা তো এক দিনেরই
উত্তরমুছুনসেই দিনেরে নিয়ে আসো এই দিনেই ।
সুচিন্তিত মতামত দিন