প্রিয়দীপ








বসুন্ধরা  - 

জলজ গর্ভে -  উদ্বিগ্ন  শ্বাস প্রশ্বাসে’
শীর্ষাসনে উপবিষ্ট ,
ঐকান্তিক নিষ্ঠার কথা – জানে জননী ।

জানে , যেভাবে গাছের পাতারা -
জ্যোৎস্নার  জলজ প্রতিবিম্ব থেকে পেন্ডুলামের মতো
দোদুল্যমান বাদুরের প্রসবিত উল্লাস ।

জানে বসুন্ধরা – গর্ভের নয় মাসে
রক্তাক্ত বাহান্ন – একাত্তুরের
বিস্তীর্ন ক্ষতের দিগন্ত ...।

আর জানে ,  প্রজন্ম শাহবাগ -
রূপকথা’য় নয় , নয় উগ্র মৌলবাদে ।
আত্মকথায় , চেতনায়, প্রেরণায় -  শস্য শ্যামলায় চির সবুজে।


উত্তরবঙ্গ । ভারত ।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আর জানে , প্রজন্ম শাহবাগ -
    রূপকথা’য় নয় , নয় উগ্র মৌলবাদে ।
    আত্মকথায় , চেতনায়, প্রেরণায় - শস্য শ্যামলায় চির সবুজে।
    দারুণ লিখেছেন

    উত্তরমুছুন
  2. জানে , যেভাবে গাছের পাতারা -
    জ্যোৎস্নার জলজ প্রতিবিম্ব থেকে পেন্ডুলামের মতো
    দোদুল্যমান বাদুরের প্রসবিত উল্লাস । ------ darun

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন