
তুমিহীন বিরান মরুভূমিতে
নিশ্বাস ভারি হলে বুঝতে পারি
তোমার কাছে যেতে না পারা কষ্টগুলো
প্রতিবাদি হয়ে উঠছে- যে কোন সময়
ধর্মঘট ডাকতে পারে ওরা প্রাণকুঠরীর
অন্ধকার ঘরে।
যেটুকু নিশ্বাস আজও তোমার শরীরের
চেনাগন্ধ ভুলে যেতে বসেছে
ওদের চেষ্টাতেই বেঁচে থাকা আজও
তুমিহীন বিরান মরুভূমিতে।
রাজশাহী ।
ওদের চেষ্টাতেই বেঁচে থাকা আজও
উত্তরমুছুনতুমিহীন বিরান মরুভূমিতে।
সুচিন্তিত মতামত দিন