আজম মাহমুদ







তুমিহীন বিরান মরুভূমিতে 

নিশ্বাস ভারি হলে বুঝতে পারি
তোমার কাছে যেতে না পারা কষ্টগুলো
প্রতিবাদি হয়ে উঠছে- যে কোন সময়
ধর্মঘট ডাকতে পারে ওরা প্রাণকুঠরীর
অন্ধকার ঘরে।
যেটুকু নিশ্বাস আজও তোমার শরীরের
চেনাগন্ধ ভুলে যেতে বসেছে
ওদের চেষ্টাতেই বেঁচে থাকা আজও
তুমিহীন বিরান মরুভূমিতে।

রাজশাহী ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ওদের চেষ্টাতেই বেঁচে থাকা আজও
    তুমিহীন বিরান মরুভূমিতে।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন