সৈয়দ আবু মকসুদ







বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ


পরাজয়ে কাঁদি তোমার
ওগো বিজয়ে হাসি
পরম আবেগের স্বপ্ন চোখে
তোমাকে ভালোবাসি
পৃথিবীর বুকে উন্নত মমশীর তুমি
দাঁড়িয়ে থাকা স্বদেশ
সংগ্রাম_প্লাবন বিধূর ইতিহাসে
আমাদেরও আছে বিজয় অনিশেষ
শক্তি-সাহস আমাদেরও আছে
ক্ষমতা পূনর্বার
জয় আমাদের এসেছে অনেক
সূদুর সময়ে বারবার
আকাশে-বাতাসে দিনে ও রাতে
ফুটন্ত রবি তুমি আমার
সবুজে-ফাগুনে, নদীতে-আগুনে
মমতার ছবি দ্যাখি কেবলই তোমার
লাল-সুবজের একটি নিশান
দুনিয়া জুড়ে ঘুরছে
বাঙালির অহংকার আর শৌর্যকায়া
ভুলোকে দুলকে উড়ছে
বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ
সারা দুনিয়া অবাক বিস্ময়ে দ্যাখে
একটি পতাকা আমার বিজয় সবিশেষ ।।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ
    সারা দুনিয়া অবাক বিস্ময়ে দ্যাখে
    একটি পতাকা আমার বিজয় সবিশেষ ।।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন