
বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ
পরাজয়ে কাঁদি তোমার
ওগো বিজয়ে হাসি
পরম আবেগের স্বপ্ন চোখে
তোমাকে ভালোবাসি
পৃথিবীর বুকে উন্নত মমশীর তুমি
দাঁড়িয়ে থাকা স্বদেশ
সংগ্রাম_প্লাবন বিধূর ইতিহাসে
আমাদেরও আছে বিজয় অনিশেষ
শক্তি-সাহস আমাদেরও আছে
ক্ষমতা পূনর্বার
জয় আমাদের এসেছে অনেক
সূদুর সময়ে বারবার
আকাশে-বাতাসে দিনে ও রাতে
ফুটন্ত রবি তুমি আমার
সবুজে-ফাগুনে, নদীতে-আগুনে
মমতার ছবি দ্যাখি কেবলই তোমার
লাল-সুবজের একটি নিশান
দুনিয়া জুড়ে ঘুরছে
বাঙালির অহংকার আর শৌর্যকায়া
ভুলোকে দুলকে উড়ছে
বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ
সারা দুনিয়া অবাক বিস্ময়ে দ্যাখে
একটি পতাকা আমার বিজয় সবিশেষ ।।
চট্টগ্রাম ।
বীরের বাংলাদেশ আমার সাবাশ বাংলাদেশ
উত্তরমুছুনসারা দুনিয়া অবাক বিস্ময়ে দ্যাখে
একটি পতাকা আমার বিজয় সবিশেষ ।।
সুচিন্তিত মতামত দিন