জীবন চক্র
শিশু কালে আঙ্গুল ধরে
পা পা করে হাটে
কতো কতো ধরে বায়না
শিশু কালটা কাটে ।
কিশোর কালে লাফ ঝাপে
কাটিয়ে রাত দিন
আংগুল ধরা ছাড়াই তারা
হতে চায় স্বাধীন ।
বয়সটা যখন হয়ে যায়
চৌদ্দো থেকে আঠারো
রক্ত গরম জেদটা বাড়ে
শুনেনা কথা কারো ।
যৌবন কাল এলে পড়ে
কত রঙ্গিন স্বপ্ন দেখে
প্রেম ভালোবাসা কারে কয়
তখন তারা শেখে ।
বৃদ্ধ কালে শিশু হয়
চলে কাঁধে ভর করে
সারাক্ষণই ভাবতে থাকে
কবে যাবে মরে ।
মনের খাবার
লাউ কুমড়া মূলা গাজর
এগুলো কি মনের খাবার
না, স্বাস্থ্যটা ঠিক রাখতে
খেতেই হবে বার বার ।
টাই সুট পেন্ট সার্ট
টিপ দুল গলার হার
সৌন্দোর্য বৃদ্ধি করে
এগুলো চোখের খাবার।
মনের খাবার পাবে কোথা
যাও বই মেলা পাঠাগারে
মনের খাবার পাবে সেথা
বেশি বেশি বই পড়ে ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন