
জল পারুলে ।
- ভুলে গেলে সেই সব হাজারো খুনসুটি আর
বাড়ন্ত দাবীতে এলোমেলো যত সোহাগী চুম্বন ,
- না , পারুল এ আর এমন কি দাবী ! এতো মৌলিক
এতো - যৌবনের প্রারম্ভিক সম্ভাষণ ।
- আহা ! স্বাদের সম্ভাষণ। তপ্ত মরুভূমির দগ্ধ বুকে
যত বিচ্ছিরী দাবী । উপচে দাও শান্ত শীতল দিঘী ,
প্রেমিক শিল্পী আঁকবে – প্রেমিক কবি লিখবে
খোলা দিঘীর , রোদের সখ্যতে উল্লাসিত ঝিকিমিকি ।
- ঠোঁট বাঁকিও না। এই সব’ই জীবনের অঙ্গ
চাই একবার , ঝিকিমিকি রূপোলী সুরক্ষিত গর্ভ ,
প্রসবে , আরও একটি এমনই মৃন্ময়ী – এমনই অর্ণব সজনী ধারা
চিরকালের , কূল কূল বয়ে যাওয়া স্পন্দনে সুখী গর্ব ।
- ধ্যাত ! লজ্জায় মরে যাই- মরে যাই, নিঃশব্দ দুটি চোখের তৃষ্ণায় ।
ডুবন্ত অবয়বে হেরে যায় শান্ত দিঘী - আড়িপাতা রোদের আভায় ,
কূল ভেঙ্গে ভেঙ্গে কিনারা বেয়ে বেয়ে আমি ছন্দে মাতি আহ্লাদে
পলির স্তরে স্তরে নিঃসৃত এহেন ভালোবাসায় ।
- পারুল , প্রসবে সুরক্ষিত হোক দিগন্ত বৃস্তিত ভালোবাসা
জীবনে চড়াই উৎরাই থাক অতুল সৌহার্দ্যে ।
- আচ্ছা তাই হোক হে প্রাননাথ , সম্প্রীতি সুখময় হোক –
আর মানুষে মানুষ থাক জীবনানন্দের গদ্য পদ্যে ।
।। অধিষ্ঠাত্রী ।।
( শ্রদ্ধায় সকল নারী দ্বয় )
তুমি জননী – তুমি জন্মভূমি
কখনো ,
তুমি স্নেহময়ী বোন - তুমি অন্তর আপন
তেমনি ,
তুমি প্রিয়তমা - তুমি অন্তর্যামী ।
আবার ,
তুমি ঘুম পাড়ানি গান – তুমি’ই শান্তিনিকেতন
বাঁধো ,
তুমি মধুর ঐক্যতান – তুমি স্বজনে আহবান ।
যে রূপ ,
তুমি অন্তরাত্মা – তুমি’ ই জীবনের জয়গান ।
অবশেষে ,
তুমি হীন – সব অর্থ হীন
তাই
তুমি হীন - স্বপ্ন হীন - নিদ্রা হীন
যেমন
জেগে ঘুমোয় রাত - সাত রঙে মিশ্রণে আঁধারে’ও রঙিন ।
উত্তরবঙ্গ । ভারত ।
কূল ভেঙ্গে ভেঙ্গে কিনারা বেয়ে বেয়ে আমি ছন্দে মাতি আহ্লাদে
উত্তরমুছুনপলির স্তরে স্তরে নিঃসৃত এহেন ভালোবাসায় ।
ধন্যবাদ বন্ধু
মুছুন'' না , পারুল এ আর এমন কি দাবী ! এতো মৌলিক''
উত্তরমুছুনআবার -
'' আহা ! স্বাদের সম্ভাষণ। ''
এই বাক্য দুটিতেই যেন সব চাওয়া পাওয়া একান্ত বিশ্বাসে । সত্যি অভূতপূর্ব ।
শেষের লেখাটি স্পর্শ করে হৃদয়ে ।
হুম সত্যি আমাকেও স্পর্শ করে বলেই লিখতে পারি । শুভেচ্ছা ।
মুছুনভুলে গেলে সেই সব হাজারো খুনসুটি আর
উত্তরমুছুনবাড়ন্ত দাবীতে এলোমেলো যত সোহাগী চুম্বন ,
- না , পারুল এ আর এমন কি দাবী ! এতো মৌলিক
এতো - যৌবনের প্রারম্ভিক সম্ভাষণ । --- দারুন
পারুলেরা বুঝি এমনিই হয়ে থাকে -----
হুম এমনই বুঝি তারা - শুভ রাত্রি সুহৃদ ।
মুছুনসুচিন্তিত মতামত দিন