এ বি এম সোহেল রশিদ








রক্ত ঋণ পরিশোধে উদগ্রীব মিছিল

স্বেচ্ছাতন্ত্রে অবগুণ্ঠিত ছিল যত ঘৃণিত কুট-কুশীলব
তারুণ্যর হেঁচকা টানে নগ্ন এখন তাদের স্বরূপ
দ্রোহের একেকটি মুষ্টিবদ্ধ হাত লক্ষ আগ্নেয়াস্ত্র সমান!
ঐক্যবদ্ধ জনতার রণ দামামায় প্রকম্পিত জমিন
স্বাধীনতার প্রশ্নে রক্তের ভিতর প্রতিশোধের উল্লাস
মুহূর্তেই বিধ্বস্ত সগোত্রীয় বিশ্বাসঘাতকের মিথ্যে প্রাচীর
অগ্রসরমান তারুণ্য! অপ্রতিরোধ্য ভাঙ্গনের স্লোগান
রক্ত ঋণপরিশোধে উদগ্রীব মিছিল! বিস্ময়ে তাকিয়ে স্বদেশ!
মায়ের আঁচলে সাজাতে ফুল, এখনও একুশের রাত নিদ্রাহীন
দু’হাত ভরা পুষ্পাঞ্জলিতে রঙ্গিন স্মৃতিসৌধের উঠোন।
প্রকৃতির অঞ্জলি! পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় রক্ত আগুন
এ ভাষার রক্ত! স্বাধীনতার রক্ত! শহীদের রক্ত!
ত্রিশ লক্ষ প্রাণ আর তিন লক্ষ মা-বোনের ক্ষোভর দহন
বুকে এখনও নিক্বণের মত বাজে শহিদের আত্মার পদধ্বনি
চাই বিশ্বাসের সাথে ঘাতকের সংঘাত!চাই চেতনার পরিস্ফুটন!
বিচলিত হইও না পথ যাত্রী! ওরা জেনে গেছে
সময় এখন যৌবনের!পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ছড়িয়ে দেয়ার
সময় এখন দ্রোহের!বিশ্বাসঘাতকদের ক্রোধে পুড়িয়ে মারার
সময় এখন প্রতিশোধের! মা-বোনের ধর্ষকদের ঝুলিয়ে দেয়ার
সময় এখন স্লোগানের! মিছিলের সুনামিতে জঞ্জাল ভাসিয়ে দেয়ার।
আঁতাতে নয়! আশ্বাসে নয়! ক্ষমতার ইঁদুর দৌড়ে নয়!
দেখা হবে মুক্ত বর্ণমালার স্বদেশে! দেখা হবে বিজয়ে আবার!

ঢাকা ।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. দেখা হবে মুক্ত বর্ণমালার স্বদেশে! দেখা হবে বিজয়ে আবার!

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন