ফারহানা খানম








আবার এল অগ্নিঝরা মার্চ। উত্তাল বাংলাদেশ ১৯৭১ ' এর এমনি উত্তাল ছিল বাংলা। বাহান্ন  থেকে একাত্তর বীর বাঙালির গৌরবের ইতিহাস । ১৯৫২ তে প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় ভাষার অধিকার আর ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অর্জিত হয় স্বাধীনতা। স্বাধীন দেশ, সার্বভৌমত্তের প্রতীক লাল- সবুজ পতাকা । পৃথিবীর মানচিত্রে অঙ্কিত হল আর নতুন একটি দেশ -  প্রানের বাংলাদেশ ।

পাকিস্থানী শাসকদের অত্যাচার আর নিপীড়নে নির্যাতিত জনতার মনে দানা বেঁধে উঠেছিল ক্ষোভ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণে তারই বহিঃপ্রকাশ ঘটে তিনি বলেন '' এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম '' , এই ডাকে সারা দিয়ে জেগে ওঠে বীর বাঙালী , ক্ষোভে ফুঁসে উঠেছিল পশ্চিমা লোলুপ হায়নাদের বিরুদ্ধে । ২৫ এ মার্চের নারকীয় তান্ডব আর হত্যাযজ্ঞে জাতি কিছুটা থমকে গেলেও ২৬ এ মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন । একদিকে শেখ মুজিবর রহমান অন্য দিকে মেজর জেনারেল জিয়াউর রহমান এর এই ঐতিহাসিক ডাকে   বাংলার মানুষ যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পরে মুক্তিযুদ্ধে । 

এই যুদ্ধে  স্বাধীনতার জন্য শহীদ হল ত্রিশ লক্ষ প্রাণ , সম্ভ্রম হারালো অসখ্য মা -বোন ।  পাশাপাশি   জাতিকে মেধাশুন্য করার জন্য পক্ষপাত দুস্ট পাকিস্থানি দোসর   স্থানীয় রাজাকার ,আলবদর আল -শামস বাহিনীর সহায়তায় পাকিস্থানের সেনারা হত্যা করে জাতির মেধাবী সুর্য সন্তান্দের । যা সমগ্রকাল অপূরণীয় হয়ে রবে ।

স্বাধীনতার ৪২ বছর পরেও রাজাকার মুক্ত হয়নি বাংলাদেশ ,স্বাধীনতার বিরোধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন বাংলার বুকে , এদের রুখতে হবে । এদের বিচার শেষ না হলে জাতি দায়মুক্ত হবেনা কোনোদিন ।

একটি দেশের প্রানের উত্স তরুণ প্রজন্ম। তারাই শক্তির আঁধার । আমরা আমাদের পুর্বসুরিদের অঙ্গীকিকার পূরণে  বদ্ধপরিকর । সেই লক্ষে সেই স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদের নতুন প্রজন্ম জেগে উঠেছে রাজাকারমুক্ত অসম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে । এই প্রজন্ম  ন্যায় ও সত্য প্রতিষ্ঠা লড়াইয়ে নেমেছে ।আমরা সমগ্র বাঙ্গালী আত্মিক ও নৈতিক সমর্থন দিয়ে পাশে আছি এই লড়াইয়ের । 

জয় হোক মানবতার পূরণ হোক লক্ষকোটি বাঙালীর আশা ।শহীদের রক্তে ভেজা আর সম্ভ্রম হারানো মা -বোনের চোখের জলে ভেজা বাংলার মাটি রাজাকারমুক্ত হবেই এই আমাদের আকাংখা। জয় বাংলা  , জয় প্রজন্মের আন্দোলিত শাহবাগ । বাংলার বীর বিরঙ্গনার দের প্রতি রইল আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা ।

শুভকামনা, তরুন প্রজন্মের প্রতি -  আমরাও আছি তোমাদের সাথে। আমরা লিখব প্রানের কথা , লিখব জীবনের কথা , লিখব ইতিহাস - ঐতিহ্য আর ঘাত প্রতিঘাত আর সময়ের কথা । রইল পাশে শব্দের মিছিল - ভয় কে তুচ্ছ করে ।

ফারহানা খানম 
ঢাকা ।






একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ধন্যবাদ,শব্দের মিছিলকে, পুরনো লেখাগুলো পড়ার সুযোগ করে দিলেন বলে। আপনাদের ব্লগটি খুব সুন্দর।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন