সৈয়দ আবু মকসুদ







আবেদনময়ী

রামধনু রঙেরা কি
শুধু আকাশেই থাকে,
এ যে ধরাতেও অমলিন
তোমাতে এমন~~~
চিকচিকে রিবনের সফেন শাড়িতে
হয়ে ওঠো দুতিময় রত্ন তুমি,
শতভাগ সফল বাজারে তোমার
ছা-পোষা নুপূর নিঙ্কন
কেমনে হাত তালি মারে
ধাবমান এভারেস্টের আলাদোলা দেখে~~~
সাগর সেঁচে আনা নূড়ি পাথরে
জোনাক লেখে তোমার নামে
কতশত কবিতা ও গান ;
নির্ঘুম রাত্রীর খোলা চোখের পাঁপড়ীতে
কেমন আবেদনময়ী তুমি
মাঁড়িয়ে যাও সৈকতে
বেদনার প্রভাত ফেরী~~~
ছিপছিপে গড়নে
পূজো নিতে বহুগামী
আন্ডা খেলেও ফেলে দাও
কূসুমের শির ;
আর আমি মথিত হয়ে তোমার হাতে
পড়ে থাকি উচ্ছিষ্ট খোসার সাথে~~~
এই দিন রবেনা, চলে যাবে
ভুলে যাবে সবে স্বভাব মতোই
কি মোহে রাঙালে চোখ
লং-কাটে জুড়িয়ে রাখা
অন্তর-মম নত-দির্ঘম।।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.