সৈয়দ রায়হান বিন ওয়ালী








।। পরিচয় ।।

নির্বিচারি প্রতিটি মৃত্যু
ক্ষত বিক্ষত করে মানব হৃদয়, কবি’র মন, জানি
যেমন জানি,
এক অমোঘ ও পাঁজর ভাঙ্গা রক্তাক্ত সময়
পার করছে আমার ভূম;
মহাকাল একটু দাড়াও, শোন,
এবারো, তোমার জঠরে আমাদের পরিচয় স্পষ্ট কোরো;

একাত্তুরে যেমন স্পষ্ট করেছিলে দুটো পরিচয়
সব বাঙালীর ...



কুষ্টিয়া ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. একাত্তুরে যেমন স্পষ্ট করেছিলে দুটো পরিচয়
    সব বাঙালীর ...

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন