
চারণভূমি
পৃথিবীর সব জড়তা এসে জমে ওখানে
যেখানে অন্তিম সুধায় জড়িয়ে ধরো পাজরের সাথে।
লুটিয়ে পড়ি খুব সামান্য আকাঙ্ক্ষায়।
এ যেন আমার সেই আদ্যিকাল হতে নির্ধারিত স্থান
শুধু আমার,
শুধুই আমার।
ও বুকে আর কারো ঠাঁই নেই
কেউ আঁকিবুকি করবেনা একটিও চিহ্ন।
লীন হয়ে, বুঁদ হয়ে থাকি
আর, ও'দুটি হাতের চারণভূমি হয় আমার ছড়িয়ে থাকা অবিন্যস্ত কেশ।
চোখ বুঁজে বলি
‘আর কিছু চাইনা, কিচ্ছুনা
এভাবেই দিন-রাত পার করে দিতে চাই শেষতক’।
জানি, তুমিও ডুবে থাকো এক অনুভবে,
কিন্তু তোমার যে আরো কিছু চাই!
ওষ্ঠের ব্যবধান মিটিয়ে নাও আরেকটু সুধায়,
নির্লিপ্ত আমি গুটিগুটি করে হাঁটি তোমার বুকের চারপাশটায়
মিলিয়ে দেই নিজেকে তোমার সেই চাইবার বাহুল্যতায়।
ঢাকা ।
পৃথিবীর সব জড়তা এসে জমে ওখানে
উত্তরমুছুনযেখানে অন্তিম সুধায় জড়িয়ে ধরো পাজরের সাথে।
লুটিয়ে পড়ি খুব সামান্য আকাঙ্ক্ষায়।
সুচিন্তিত মতামত দিন