সিদ্ধার্থ শর্মা







শাহবাগ সালাম 



আসন্ন বিপ্লব উঁকি মারে বাতাসে ঝড় শংকার
মুক্ত বিবেকে প্রতিশ্রুতি পালনের ইচ্ছে ঝঙ্কার।
একাত্তরে সোনার বাংলা রক্তে ভেসেছিল
বেয়নেটের খোঁচায় শেষবারের মত চোখ বুজেছিল
বেদনায় মায়ের সবুজ বুক লালে লাল হয়ে গিয়েছিল।

সেই স্বপ্ন ছুঁতে এরপর ইতিহাস লিখিত
সারা পৃথিবী বাঙালী বীরত্বে শ্রদ্ধায় আনত
একাত্তরের মুক্তিযুদ্ধ আজো বীরগাথায় বিখ্যাত।

লাখো শহীদের জীবনদান ঘুচাতে পরাধীনতার গ্লানি
অসহায় শত সহস্র মা বোনেদের সম্ভ্রম শ্লীলতা হানি
ধর্মের নামে খুন লুঠতরাজ কিছু অধর্মীর পাগলামি।

অবশেষে পুবের আকাশে স্বাধীনতার নতুন সূর্য উঠেছিল ...
"সবুজের বুকে লাল" শহীদের স্বপ্ন সফল হয়েছিল।
এরপর বঞ্চনার আরেক ইতিহাস
পদলোভী ক্ষমতালোভীর ভ্রান্তিবিলাস
সাধারণ মানুষ হয় আজ্ঞাবাহী ক্রীতদাস
শাহবাগে আজ সত্যিকারের স্বাধীনতা স্বাদের অভিলাষ।

শাহবাগ সালাম .............

 ডারবান  ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন