
আমার মধ্যাহ্নে
আমার দুপুর এখন তেমনি নিঝুম
কবুতরের গা ফুলিয়ে ঝিমুনোর মতন,
তোমার অদ্ভুত নেশা ধরানো চোখের মতন
ডাগর আখি পল্লবে খেলে যাওয়া
সুদুর ছায়ার মতন,
অনেকটা বসন্ত বাউরি যেমন
হাল্কা শীষ কাটলে ঝরে পড়ে পাপড়ি;
একটু আধটু গড়ায় এদিক ওদিক
ঠিক তেমনি, ঘন পল্লব জোড়া পাইন বন
আর নারকেলের পাতারা যেমন কথা বলে
ঝিরঝির শব্দে ফিসফিস করে ওঠে !
অনেকটা তেমনিও, আবার
নদীর পাড় ঘেষে ভেসে আসা বহুদুরের
ডিজেল ইঞ্জিনের হাল্কা শব্দের মতন,
অল্প অল্প ছপাত করে জলের আলোড়ন
মায়াজড়ানো বিকেলটা চুপি চুপি পায়ে
দুপুরে মিশে যাবার খানিক আগের মতন,
আর জানো কেমন ?
তোমার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে
এক জনসমুদ্রেও নিঝুম দ্বীপ হয়ে থাকার মতন,
এমন দুপুরটা আমার হয়েই থাক ;
আজ ঝিম ধরানো ছায়ার মায়ায়
জড়িয়ে থাকুক তোমার মতন একটু কাঁপন !!
তবুও সে'ই, তবুও
তবুও এক পৃথিবী মানুষেও
এতোটা ফাঁকা সব ,
বিশাল ব্যাপ্তিতেও শুন্য আকাশে ফ্যাকাশে শুন্যতা,
তবুও শুধুই তাকে মনে হয় !
তবুও চোখের ঘুম উড়ে যায় ,
শ্বাস থেমে থেমে থমকায় ,
হৃদয়ের ধুকপুক গুলো
ডানা ঝাপটে বেড়ায় !
তবূও সে মুখ মেঘের
আড়ে উঁকি দ্যায় বারবার
তবুও, স্বপ্ন দেশান্তরি হয় ,
প্রবল শীতের বাতাস
গজল হয়ে কানে কানে বাজে,
সে বাতাসে ভেসে বেড়ায়
মহুয়ার জাঁকালো নেশা ;
কুয়াশার সাথে ঝরে যায়
আকাশের নীল গোলা রং,
হীমের সাথেও নতুন কিছু রাগ,
সানাইয়ের করুণ সুর !
তবুও তাকে আমারই মনে হয় নিশিদিন,
সব দুরত্বকেও কাছে মনে হয় !
তবুও শুধুই তাকে মনে পড়ে,
তবুও শুধু সেই কড়া নাড়ে !!
অধরা, রূপকথায়, স্বপ্নে
মায়াবতী শোনো,
একটা তেপান্তর এনেছি তোমার জন্য !
সবুজ বুনে স্বপ্ন রঙা গালিচায় ।
হাত ধরে হেঁটে যাবো দুর...
এনেছি একটা জলপাই রঙা চা বাগান,
লালমাটির পথ,
আঁকা বাঁকা সাপের মতোই
বেঁকে গেছে পাহাড়ের চুড়ো অব্দি !
সেই পথে হেঁটে ক্লান্ত হয়ে গেলে
ছায়াবৃক্ষের নীচে বসে নেবে খানিক ক্ষন!
আরো আছে,
দু'হাতে চোখ বেঁধে নিয়ে যাবো নীল পাহাড়ে
তুমি দেখবে সূর্যোদয়
আর আমি ?
আমি দেখবো তোমায়;
কেমন করে একটু একটু
কমলা রোদে আরো
মায়াবতী হয়ে ওঠো তুমি !
আর কি এনেছি জানো ?
একটা নদী এনেছি,
নাম রেখেছি মায়াবতী,
তোমার নামে নাম ।
তাতে টইটুম্বুর করে দিয়েছি রূপকথায়,
তোমায় সাথে নিয়ে রোজ সন্ধ্যেয়
মায়াবতীর তীরে বসে থাকবো ঝুম !
ঝিরঝিরে বাতাসে যদি
পেয়ে যায় ঘুম
আমার কোলে মাথা দিয়ে
ঘুমিয়ে নিও তুমি ।
ওকি ! অমন ড্যাবড্যাব করে
তাকিয়ে দেখছো কি ? আরো তো আছে অনেক ।
আমি হঠাত্ মায়াবতীর জলে
হাত ভিজিয়ে ঝুপ ঝুপ ভিজিয়ে দেবো তোমায় !
চমকে জেগে উঠবে তুমি
--যাহ্ ভেঙ্গেই গেল ঘুমটা । দিব্যি বহুদিন পর দেখছিলাম !
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন