
নির্বাসন
মায়াজালে ছড়িয়ে থাকে তোমার মুখ
জামার ভেতরে খা খা করে
এক মরুভূমি শূন্যতা ,
কত কথা বলার ছিল তোমাকে
বলি বলি করেও বলতে পারি নি ।
প্রতিদিন সকালে দুটি শালিক নিয়মমাফিক
আমার উঠোনে এসে ঝগড়া করে
অতঃপর চলে যায় দুর দৃষ্টিসীমার ওপারে ।
প্রতি সন্ধ্যায় তাদের আমি নীড়ে দেখি ,
দেখে পুলকিত হই ভালবাসার খুনসুটিতে
মাতিয়ে রেখেছে তারা চার পাশ ।
পৃথিবীর সব ভালবাসাই এই সূত্র মেনে চলে ,
শুধু তুমি আমি শিখতে পারি নি আজও ।
ভালবাসার জোরে বার্লিনের দেয়াল
ভেঙ্গে গেল সেই কবে , মুঠোফোনে
যুগল বন্ধীদের প্রেমালাপ চলছে প্রতি নিশিতে ,
তারা সবাই ভালবাসার জয়গানে মত্ত ।
এখানে তুমি আমি পুরোই ব্যতিক্রম ,
মুখ বইতে তোমার প্রচ্ছদ
দেখতে দেখতে ক্লান্ত ,অনধিকার চর্চা হলেও
ফেরাতে পারি না নিজেকে কিছুতেই ।
ভালবেসে বিশ্বজয়ের গল্প শুনি লোকমুখে
ভালবেসে নির্বাসনে কে কখন গেছে ?
চট্টগ্রাম ।
সুচিন্তিত মতামত দিন