রেজা রহমান


একুশে ফেব্রুয়ারি—বাংলাদেশের রাষ্ট্রভাষা দিবস, সেই সাথে অর্জিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । একুশে ফেব্রুয়ারির ইতিহাস ভূগোল সমাজতত্ত্ব সবাই জানেন কম বেশি। এ সব নিয়ে যাঁদের যা যা বলার কথা তাঁরা তা তা বলেন এবং বলবেন। আমার কিছু বলতে না যাওয়াই ভালো। কিন্তু কিছু বলার সুযোগটা যখন ঘটেই গেল আত্মার সান্নিধ্যে যারা ফেসবুক সাহিত্য গ্রুপের মুখপাত্র আন্তরিক আমন্ত্রনে ।  একটি কথাই শুধু বলতে চাই—আসুন সবাই এখন থেকে বাংলা ভাষাটা বাংলা হরফে লিখি।

যেন না ভুলি—বাংলা ভাষাটা রোমান হরফে কখনো ভালোভাবে লেখা যায়নি, যায় না, যাবে না। রোমান হরফে বাংলা লিখলে শব্দের উচ্চারণ বিকৃতিই শুধু ঘটেনা, অর্থ বিকৃতিও ঘটে। এ দুয়েরই উদাহরণ এত অজস্র যে একটি দুটি বলা যেমন অর্থহীন তেমনি হাস্যকর।

কোনো কোনো বন্ধু এখনো দেখি ফেসবুকে বাংলাভাষায় শুধু বার্তা না, কবিতা বা ছোটোগল্পও রোমান হরফে লেখেন।  বাংলাটা সর্বত্র স্বচ্ছন্দে বাংলা হরফে লিখতে প্রযুক্তিগত সমস্যা যে নেই তা বলিনে । কিন্তু ইতিমধ্যে যেটুকু প্রযুক্তি আমাদের অনুকূলে তাতে কিছুটা কষ্টে সৃষ্টে হলেও লেখা যে যাচ্ছে সেটা অনস্বীকার্য। ভাষা প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাংলাটা যে ক্রমান্বয়ে আরও সহজে আর স্বচ্ছন্দে লেখা যাবে সে প্রত্যাশা আমরা পোষন করতেই পারি। একই সাথে আমরা এ প্রত্যাশাও পোষন করি যে আমাদের বন্ধুরা বাংলাটা বাংলা হরফে ভালোভাবে লিখতে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন।

বাংলা যাঁদের মাতৃভাষা তারা শুধু বাংলাদেশ আর ভারতের পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ নন, তাঁরা ছড়িয়ে পড়েছেন সারা পৃথিবীতে ।  বাংলা ভাষাভাষী গোষ্ঠীটি এখন পৃথিবীর সবচেয়ে বড়ো ভাষাগোষ্ঠীগুলোর অন্যতম।  দেশ সংস্কৃতি নির্বিশেষে নিজের দেশ সংস্কৃতির প্রতি মানুষের ভালোবাসার অনেকটা জুড়ে আছে তার নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা। আমাদের একান্ত প্রত্যাশা—মাতৃভাষার প্রতি আমাদের অভিন্ন ভালোবাসা আমাদেরকে আরও বেশি একত্রিত করুক, সংহতি দিক।

বাংলা সাহিত্য ও বাংলা ভাষা প্রযুক্তি সমেত সর্বমাত্রিকতায় মাতৃভাষার বিকাশ, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান যোগানোই হতে পারে মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর অভিব্যক্তি। এটাই হোক আমাদের অবিভাজ্য প্রত্যয় এবারের একুশে ফেব্রুয়ারির পূর্বক্ষণে।

রেজা রহমান
ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আপনাদের আগের সংকলনগুলো কিভাবে পড়া যাবে যদি জানান ------ আমি প্রথম থেকে পরতে চাই -----

    উত্তরমুছুন
  2. আপনাদের আগের সংকলনগুলো কিভাবে পড়া যাবে -- ? -- যদি দয়া করে জানান --- আমি প্রথম থেকে পড়তে চাই ------

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন