
নিলাজ ফাগুন~~~
বুকনদীতে টুপ করে ডুবে যায় মৃতআঁখি মৃগেলের ফাৎনা,
ক্রমবিকাশী ঢেউগুলি আলসে ব্যাপ্তিতে ছড়িয়ে পড়ে কন্দরে কন্দরে;
ভাবনারা অলিগলি ঘুরে সময়ের বেড়াজালে শ্বাসবন্দী,
রাখালের জাগানিয়া বাঁশি লালন করে শ্মশানের নীরবতা;
তারি মাঝে পরাগে পরাগে অধর রাঙায় সাতরঙা প্রজাপতি,
ঝরে পড়া ফুলে ভালবেসে হামাগুড়ি দেয় পিঁপড়ের সারি;
বাতাসের হৃদয়ে চুপিসারে বয়ে আসে আশান্বিত প্রহরেরা,
কানে যায় গেয়ে কুজনের রবে বারতা প্রেমের-
দেখ চেয়ে তবু ওই- কড়া নাড়ে নিলাজ ফাগুন ।।
চট্টগ্রাম ।
বাহ ---------
উত্তরমুছুনদেখ চেয়ে তবু ওই- কড়া নাড়ে নিলাজ ফাগুন ।।
সুচিন্তিত মতামত দিন