
বসন্ত
ছড়ায়ে পড়েছে দূর বহু দূর
আহ ! এমন সুর কি সুমধুর !
যেন এক ম্যাজিক ছুমন্তর ছুর ।
সব কোকিলেরা এসেছে উড়ে
নতুন বার্তা এনেছে সাথে করে
বসন্তের ফুলে গিয়েছে ভরে
কি যে শান্তি মনেতে ওরে !
বসন্তে ফুটেছে ফুল বসেছে মেলা
নয়নে ভাসছে রঙ্গিন স্বপ্নের ভেলা
হৃদয়ে হৃদয়ে ভালোবাসার খেলা
হাতে হাত রেখে কাটছে বেলা ।
বসন্ত আসে ক্ষনিকের জন্য
এতেই আত্নহারা হয় সবে ধন্য ।
ভালোবাসার কারনেই
ভালোবাসার কারনেই হয় অংকুরিত
ভালোবাসার কারনেই মাতৃগর্ভে হয় প্রাণের জন্ম
ভালোবাসার কারনেই আঁধার জলে হয় সাঁতার কাটা
ভালোবাসার কারনেই আহার আদর স্নেহে কোষ বৃদ্ধিতে বেড়ে উঠা
ভালোবাসার কারনেই পৃথিবী উজ্জ্বল আলো আর প্রকৃতি দেখা
ভালোবাসার কারনেই রঙ্গিন প্রজাপতির মত বাগে ফুলে ফুলে বেড়ানো
ভালোবাসার কারনেই শিশু কিশোর পেড়িয়ে যৌবনে প্রবেশ
ভালোবাসার কারনেই হৃদয়ে হৃদয়ে ছুটাছুটি আর কড়া নাড়া
ভালোবাসার কারনেই ভালোবাসার খোঁজে এগিয়ে যাওয়া
ভালোবাসার কারনেই ভালোবাসাকে চুম্বক আকর্ষনে বুকে আলিঙ্গন করা
ভালোবাসার কারনেই জনক হয়ে সিংহাসনে বসা
ভালোবাসার কারনেই ক্ষণস্থায়ি পৃথিবীতে বহু দূর চলা
ভালোবাসার কারনেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসা
ভালোবাসার কারনেই এপার ওপার দু'পারকেই ভালোবাসা
ভালোবাসার কারনেই ভালোবাসাকেই ভালোবাসা ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন