মৌ দাশগুপ্তা







।। আমার কবিতা।।

আমার কবিতার খাতার যাবতীয় সঞ্চয়
কেবল বাংলাতেই কথা বলে,
আজ রাতে অক্ষরের বৃষ্টি হবে কবিতা?
তোমার শরীর জুড়ে অ আ ই ঈ
আষাঢ় হয়ে নামবে কি?
কর্মব্যস্ত দিনজুড়ে শব্দমালার বর্ণালী রোদ্দুর ফুটবে?
বাংল স্বরব্যঞ্জন বর্ণব্যঞ্জনের বেনীআসহকলা
উঁকি দিয়ে যাবে কি,তোমার সঞ্চিত কথাকলির ভাঁড়ারে?
তাহলে মাতৃভাষা, তোমারই অপেক্ষায় তবু!
গঙ্গাজলে তোমার সব দূষিত অঙ্গাবরনের সলিলসমাধির পর
তোমায় ভালবেসে পথ চিনিয়ে নিয়ে আসব ঘরে!
ততদিন অবধি এভাবেই আমার মায়ের বুলিতে,
আমার মায়ের শেখানো ভাষায়,আমার পান্ডুলিপি হয়ে,
আমায় ভালোবেসো কবিতা।

কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.