.jpg)
“ সেই চেনা ডাকে ”
এক ডাকেই ছুটি পড়ি কি মরি
আলুথালু বেশ জড়ানো শাড়ি
আলতো খোঁপা খুলে পড়ে বার বার
রাস্তা হোঁচট, চোখ খোঁজে এধার ওধার !
ঐ তো তুমি দাঁড়িয়ে দূরে
কোমরে হাত বাবু হয়ে
সিগারেটে টান দিচ্ছ নুয়ে
ধোঁয়াগুলো বেশ যাচ্ছে উড়ে !
হাঁপাতে এবার থমকে পড়ি তোমার কাছে ;
‘এতো মনমরা, উদাসীন... কিছু বুঝি হয়েছে ?’
‘ছুটি পাইনি সোনা, তাই আসতে পারিনি ভ্যালেন্টাইন;
দুঃখ দিতে চাইনি তোমায় - চলো আজ করি সেলিব্রেশন !’
কতদিন পর তোমার স্পর্শে জাগে শিহরণ
চেনা গন্ধ চেনা মানুষ- ফিরে আসে সব আপন !
‘রাত জেগে এসেছো বহুদূর ক্লান্ত ;
চলো বিশ্রাম নেবে কোলে শুয়ে শান্ত’ !
ঐ গাছের তলায় ঝরা পাতায় ঝিরঝিরে বাতাস ;
মন্দ হবে না “ভ্যালেন্টাইন্স-ডে” স্মৃতিচারণ আবেশ !
জানি, রাত্রি ট্রেনে ফিরে যাবে সেই মেশিন-যুগে;
আবার অনন্ত অপেক্ষা- কবে আসবে ফিরে এই-যুগে !
দেরাদুন ।
পথ চলা ২৫শে বৈশাখ ১৪১৯ ● ১ম বর্ষ ● ২১ তম সঙ্কলন. সকলকেই আমন্ত্রণ। ভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা ।
উত্তরমুছুনkhub valo laglo Porna, aro lekho, onek suvechcha
উত্তরমুছুন''হাঁপাতে এবার থমকে পড়ি তোমার কাছে ;
উত্তরমুছুন‘এতো মনমরা, উদাসীন... কিছু বুঝি হয়েছে ?’''.......!!
অনেক ধন্যবাদ দেব, এখানে এসে কবিতা পড়ে তমাত মূল্যবান মতামত দাবার জন্য।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে বিধানবাবু এখানে এসে মতামাওত দেবার জন্য।
উত্তরমুছুনKhubi sundor porna.romantic dak a astei hoi .
উত্তরমুছুনvasa diboser suvecha sokolkei.
দারুন
উত্তরমুছুনtomake ojosro dhonyobad Suparna. ekhane ese kobita pore motamot deoyate khub khushi holam bondhu. kobitar songe theko eivabei.
উত্তরমুছুনবন্ধু ফারহানা, তোমার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম গো। কবিতার সঙ্গে থেকো।
উত্তরমুছুনValo lage sob kichu.valobasar sohage vore...
উত্তরমুছুনdarun laglo porna. valentines dayr misti prem
Buju, happy valentine day yr. ekhane ese kobita pore comnts deoyar jonyo tomake onek dhonyobad. songe theko.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন