
ছিলিম
চোখে দুপুরে ঘুমের টান
এক ঘুমের ভাঁজ আর অস্থির মন।
ছুটে চলা বাতাস তাতে সিঁদুরে টিপ,
মাতাল হৃদয়, একটু জল আর একটি গ্লাস।
এক ভালোবাসা, এক প্রেম
একে গোটা দুনিয়া,আর একে শরীর প্রান।
তাতে এক ছিলিম প্রেমের টান,
উপলব্ধি এক উষ্ণ প্রান,
ভোরারে আলো যখন তোমায় চায়
সিন্দুর আমার গায়, লজ্জায় আবার গা ঢাকা দেয়।
এক নজর পদ্ম-অঙ্গুলে, ঠোঁটে লেগে থাকা ইচ্ছাগুলো
ছাপা অক্ষরে প্রকাশ চায়।
চেতনার ঘুম ওই পদ্ম পাতায়,ছলাৎ নাচে!
আর ওই ঘাসে লেগে থাকা শিশির গুলি
তোমায় চেয়ে থাকে।
এক ছিলিম আবেগ আর এক
ছিলিম তান,এক ছিলিম ভালোবাসা
এটাই সম্বল।
শিলিগুড়ি ।
সুচিন্তিত মতামত দিন