
ভালবাসার ভালো বাসায় আগামীর সংসার!
পুঞ্জিভূত মেঘের অশুভ ভেলা চোখের কার্নিশে করে খেলা
শুধু বর্ষার অপেক্ষা! চাই শুধু প্রথম দিনের দৃষ্টিকথন!
উদিত সূর্যের অট্টহাসি রৌদ্রে আনন্দাশ্রু নিঃশব্দে ঝরে পড়ে।
অস্থির মনে সারাক্ষণ! বিচ্ছেদের আস্ফালন! বিভ্রান্তিকর!
অন্ধকারের বিমূর্ত রূপ! তৃষ্ণার বারান্দায় দাড়ায় নিশ্চুপ
বুক পকেটে নিরুদ্দেশ পথের ঠিকানা! অভ্যন্তরে অসহ্য যন্ত্রণা।
বিজয়ের দরজায় রেকাবপূর্ণ ভালবাসা! বিজিতার চিৎকার
‘পরাভূত অন্ধকার’ আলোর উচ্ছ্বাসে ‘স্বেচ্ছাবন্দী’!নতুন ফন্দি
চাপা ক্ষোভের চিত্রকল্প! চেনা পটভূমিতে অপ্রকাশিত প্রেমের গল্প।
দিনরাত্রির ভেদাভেদ অণুবীক্ষণে খোঁজাখুঁজি!হয় ভুল বোঝাবোঝি
মৃদু হাসির অনিমেষ! চাওয়া পাওয়ার জটিল হিসেবনিকেশ!
নির্মিত কথার মঞ্জরী! নির্মাণাধীন ভালবাসার ফুলঝুরি।
দুঃসাহসের ঘূর্ণি নৃত্য মিথ্যের অক্ষ মূর্তিকে করে অনাবৃত
ভালবাসা দিবসে সত্যের প্রতিফলন চাই! বন্ধুত্বের উচ্ছ্বাস চাই
পিছনের ক্লেদ, শ্লেষ, অসুন্দরের কানামাছি খেলার অবসান চাই !
ভ্রান্তির কোলাহল আর বিরহের ছুটি! আজ শুধু ভালবাসা
আগামীকাল ভালবাসা পরশু ভালবাসা অনন্তকাল ভালবাসা
মৃদুস্পর্শে রক্তের নাচন!ভালবাসার নীলজলে স্নান! অসাধারণ!
এঁকে দাও ঠোটে কারুকাজের চিহ্ন। যাবতীয় ভাবনা থাক বিচ্ছিন্ন
থেমে যাক পৃথিবী! থেমে যাক ঘড়ির টিকটিক শব্দ! হই তীরবিদ্ধ
ভালবাসার ভালো বাসায় আগামীর সংসার! জয় হোক ভালবাসার!
প্রত্যাশার ফুলে সাজানো বর্তমান!
বিমূর্ত সৌন্দর্যের ছায়ায় নিঃসঙ্গতার ক্ষণিকের আশ্রয়
মাথার উপর বিভ্রান্তির মেঘদলের নিরানন্দ পরিভ্রমণ
সবুজ দিগন্তের খুঁটিতে আলতো করে বেধেছি শুভদৃষ্টি
সুখের ছোট্ট পুকুরে অথৈজল! প্রশান্তির ডুব সাতার ।
চোখের ভিতর কাঙ্খিতার প্রতিচ্ছবি! প্রত্যাশিত মৃত্যু!
বিক্ষুব্ধ সাগরে নোঙর তোলে দ্বিপাক্ষিক সম্পর্কের নৌকো
জ্যোৎস্নার নীলে অতৃপ্ত আত্মার অবগাহন!শিশিরের অপেক্ষা
মৌনতার বিসর্জন! আবেগঘন আলাপ! বড়ই স্বার্থপর!
মনপোকায় আক্রান্ত রংহীন দৃশ্যপট!অশ্বারোহীর ছোটাছুটি!
চাবুকের আঘাত সপাং! সপাং! বিবেকের কষাঘাতে মুক্তি!
তৃষ্ণা মেটাতে এগোয় উগ্র ওষ্ঠ। পরিপূর্ণতার অস্ফুট শব্দ
গ্রহণের জন্য বৃত্ত বন্দী পৃথিবীর হবে কি একদণ্ড সময়?
আহ্বানে স্বর্গ! প্রত্যাখ্যানে নরক! অদ্ভুত! তড়িৎ সমাধান!
সচল হৃদপিণ্ডে নিয়মিত লালিত পাখির নিঃশব্দ আর্তনাদ!
কোথাও কেউ নেই!বিরান প্রাঙ্গণ! দুজনেই নির্বাক!
দ্বি-বচনে সম্বোধন এখন সঞ্চিত সাহসের উপাখ্যান!
নিঃশ্বাসের ঝড়ে তপ্ত শরীর!প্রত্যাশা ভালবাসা বিনির্মাণ
অন্ধকারের খরস্রোতা ভুলে যায় ভাঙ্গন!গড়ে প্রাপ্তির চর
আকাশের নীল চাঁদোয়ার আড়ালে আঘাতের স্বর্গীয় সুখ!
ঢাকা ।
ভালবাসা দিবসে সত্যের প্রতিফলন চাই! বন্ধুত্বের উচ্ছ্বাস চাই
উত্তরমুছুনপিছনের ক্লেদ, শ্লেষ, অসুন্দরের কানামাছি খেলার অবসান চাই !
ভ্রান্তির কোলাহল আর বিরহের ছুটি! আজ শুধু ভালবাসা
আগামীকাল ভালবাসা পরশু ভালবাসা অনন্তকাল ভালবাসা
চমৎকার লাগলো
এ ভাবেই ভালবাসার জয় হয়
উত্তরমুছুনএ ভাবেই ভালবাসার জয় হয়
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন