আহমেদ মুনীর



.






.
।।দেখতে চাই তোমাকে ।।
.
.
কেমন বিদঘুটে সঙ্কটে দিনকাল
তোমার মধ্যেই বেঁচে থাকা বেঁচে আছি
আমৃত্যু মৃত্যুর অপেক্ষায়
তোমার মধ্যেই আমার জীবন
অথচ তোমাকে বুঝি না দেখি না আমি
তুমি অদৃশ্য অশরীরী নিরাকার
প্রতিদিন জাগি জেগে ওঠি
নক্ষত্রলোকের উত্তাপ প্রচ্ছায়া
আর জ্যোস্নার পরাগ মেখে
তোমাকেই খুঁজি ।।
কখনও আঁধারে ঢেকে দাও তোমার অন্তরীক্ষ মহাকাশ
রৌদ্রভেজা আলোক পূর্ণিমা মেঘকলা কোষ
কুয়াশার কুজঝটিকায় হারিয়ে যায় কোয়ারসার দল
ন্যানোকণার রক্তক্ষরণে হয়ে যায় একাকার
শত সহস্র লক্ষ কোটি অজানা অচেনা আকাশগঙ্গা
এন্ড্রোমিডো সিয়োচিন বলকান উপত্যকা
নির্বিবাদে নির্বোধে জলকণার নির্ঝর বিদ্রোহ
বিস্ফোরণ অশ্রুপাত আকণ্ঠ আত্মসমর্পণ
বুনো ভাঁট ফুলে সাদা হয়ে থাকে পথ ঘাট মাঠ
আসমান জমীন প্রান্তর
সবুজ মাঠ হয়ে ওঠে আরও সবুজ সতেজ
রঙের নাচুনী ফুলেল দলমন্ডল ।।
আবারও অত্যালোকিত ঝাপসায়
অস্পষ্ট হয়ে ওঠে জীবন যৌবন
জন্ম মৃত্যু সন্ধিক্ষণ
ওষধি বাগানে বন্ধুপ্রতিম বৃক্ষছায়ায়
বইছে বৈশাখী ঝড় চৈতালী মাতাল সমীরণ
দিঘল দীঘিতে সাঁতার কাটে জলজ পদ্ম
রাজহাঁস পরিযায়ী পাখী ।।
আর আমি দেখি নির্ভার প্রহর
সকাল দুপুর সন্ধ্যা রাত্রি অধরা আধান
তোমার জন্যই আমি লিখি গদ্য পদ্য
কবিতা অকবিতা কথিকা পান্ডুলিপি
দেখি গুয়ানতানামো কারাগার
অভিন্ন ভিন্ন সত্ত্বায় মালালা ইউসুফজাই
ছুঁয়ে দেখি তার হাত তার আকাশ
তার মেঘমালা বূষ্টিধারা জলস্রোত
কেঁপে ওঠে ভূ-ত্বক ধরণী আমার জগত
আবারও জেগে ওঠি আমি
দেখতে চাই তোমাকে পূর্ণাঙ্গ শরীরে
আমার অঙ্গনে অবিচ্ছেদ্য আকাঙ্খায়
পুষ্পিত অধরে ।।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.