
অপেক্ষায়
ঘুরে ঘুরে ফিরে আসি ওই দুয়ারে
মোহময় চৌকাঠ পেরিয়ে নিজের অবয়ব খুঁজি সেথা
জানি আছো অপেক্ষায়;
অভিমানী, তুমি অবহেলায় ধরে রাখ দু’হাতে
ছেড়ে ছেড়েও ধরে রাখো।
ফাগুনের সৌরভ ওই করতলে
মুগ্ধ নয়নে অভিমানী আঁখিতে মায়া দেখি।
অবহেলা, করেও করোনা কখনো
শুধু ঠোঁট উল্টে বাঁধভাঙা আকুতি,
ফিরে চাও, ওগো? ফিরে চাও
তোমার শুভ দৃষ্টির মূর্ত প্রতীক্ষায় মুহুর্মুহু বেঁজে চলে হৃদয়ের স্পন্দন।
ভালবাসা তাচ্ছিল্যের ধার ধারেনা
হাত ছাড়লেও অপেক্ষায় রই ওই দুয়ারে,
পেরিয়ে আসবার প্রতীক্ষায় অশ্রু ধরে রাখি আধারে।
নেবে তো আমায় অভিমানী?
নেবে তো ওই করতলে আবার?
বসন্তের শুভলগ্নে দাঁড়িয়ে আছি মূর্ত অপেক্ষায়।
ঢাকা ।
কবিতাটি খুব সুন্দর। মন ছুঁয়ে গেল। আরও এমন অনেক লেখার অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা কবি।
উত্তরমুছুননেবে তো আমায় অভিমানী?
উত্তরমুছুননেবে তো ওই করতলে আবার?
বসন্তের শুভলগ্নে দাঁড়িয়ে আছি মূর্ত অপেক্ষায়
ভালো লাগলো খুব
খুব ভাল লেখা -------
উত্তরমুছুনবসন্তের শুভলগ্নে দাঁড়িয়ে আছি মূর্ত অপেক্ষায়।
সুচিন্তিত মতামত দিন