
নতুন আগুনে , পুরানো বসন্ত
আজ বসন্ত ।
কাছে এসো বসন্ত ,
প্রজন্ম চত্বরের হলদে আগুনে ঝল্সে দেই তোমাকে ।
আগুন ঝরা স্লোগানে জড়িয়ে দেবো শরীর ।
জীবনে প্রথম রোমাঞ্চিত হয়ে দেখবে ,
একটা স্বাধীন গাঁদা ফুল ।
রাজাকারদের বিষ রক্তে কালচে হওয়া জাতি ,
সাথে রাজনীতিবিদদের অযাচিত মাতামাতি ।
কিছুই কানে নিও না ,
এগিয়ে আসা নতুন প্রজন্মের বুকে জেগেছে ,
সংগ্রামী আগুন ।
সেই আগুনের ঝলকানিতে তুমি'ও গর্জে ওঠো ,
হে পহেলা ফাল্গুন ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন