শামসুন নাহার







যুগলবন্দি


ছাইরঙ্গা দুনিয়া আচমকা রঙ্গে রঙিন করে দেবে
এমনটি কখনো ভাবিনি।
চাইনি হও
খররোদ আড়াল করা ছাউনি অথবা
ঝড়জলে মাথার উপর ছাতা,
ইচ্ছেগুলোর হুটোপুটি উড়ানের আকাশ কিংবা
খোলা হাওয়ায় শ্বাস নেবার এক চিলতে উঠান।
বলিনি হও
কাঠফাটা উষ্ণতায় শীতল পরশ অথবা
হাড়কাঁপানো ঠাণ্ডায় হয় আগুন উষ্ণতা।
এমনটি ও নয় যে সবসময়ই
দগদগে ক্ষত ঢেকে দেয়া মলম হতে হবে।
বলিনি আমার পৃথিবী ভরিয়ে রাখো
শুধু ভালোবাসায়।
খানিকটা কষ্ট, একটু অভিমানের মিশেল থাকুক না হয়।
শুধু বলছি
এই হাতটা ধরে রাখো শক্ত করে।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Sundor kobita... Sodochayon, vab, Ontoraler kotha... Sob kichu miliye akto anobadya kobita... Donnobad Rajib Hayderke Dedicate korar jony...

    উত্তরমুছুন
  2. সুন্দর মতামত দিয়ে লেখার অনুপ্রেরণা জুগিয়েছেন সবসময়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন