ঊষসী ভট্টাচার্য









বাংলা BANNED … 

হ্যাঁচকা টান মারা হাওয়ায় উড়ছে কত রুমাল,
সেখানে কানামাছি খেলে যায় কালারিং কিছু ড্রিম ।
রাতের সাইলেন্সি যখন গলা টিপে ধরে,
তখন এসএমএস এ বেস্ট ফ্রেন্ড কে লেখা -
‘আই লাভ দ্যাট গাই... হি ইস কালার অফ মাই লাইফ’ !
ভালবাসার ভাষা চামড়া ছিঁড়ে রক্ত চোষে,
সকালে তবু রোদ ঢাকতে সানগ্লাস- ভুলিনা কখনো ।
লাভ লোকসানের টানা টানিতে উঁকি মেরে যায়
কমপ্রোমাইজেসন এর ভূত,
লন্ডন এ চাকরী, বসের ডিনার পার্টি, আর
তার ফাঁকে বইমেলার কেতা দেখানো কিছু আঁতলামো ,
‘বঙ্গ আমার জননী আমার’ স্লোগান ।
আর,
আর ... আলমারির ধুলোয় ঠাকুরদার দেওয়া বাঙলা অভিধান,
যার মানে টাই আজ ভীষণ আনওয়ান্টেড ।
বেস পয়েন্ট এ বসে তবু গাছের গোঁড়া কাটার কাজ টা থাকে বহাল,
যা শুধু ব্যবহারের তাকে শুধুশুধু ‘মাতৃভাষার’
কমপ্লিকেসন এ বেঁধে ফেলা টা জাস্ট ষ্টুপিডিটি ।
মা’ই যখন বৃদ্ধাশ্রমের বাসিন্দা তার ভাষা তো
পাশের বাড়ির বারান্দাতেই মুখ লুকোয়।
এদিকের জীবনের গামছা ভেজাই পা চাটা থুথুতে,
যার ফাঁপা রিয়েলিটি স্বপ্নে সুইসাইট নোট লিখে পালায়,
ঠাম্মার হাত ধরে রূপকথার গল্পে ।।
আর দি এন্ড এর হেডিং এ লেখা থাকে-
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি’ ? ...!

কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এই ব্লগ আজ প্রথম দেখলাম...ভালো লাগলো, পরের সংখ্যার অপেক্ষায় থাকলাম।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন