
পলাশ পুড়েছে বসন্তে
অবশ যন্ত্রণায় জি টি রোড ধরে পায়ে হেঁটে
কয়লা খাদান পর্যন্ত দেবো পাড়ি
গুঁড়ো কালো হীরে মুঠো মুঠো মেখে
মিশকালো দেহে হবো তোর রাতের অভিসারী
সূর্য ওঠানোর আগে জানাস
ধুয়ে সাফ করব নিজেকে শিশির-স্নানে
ভোরের আগের জড়ানো আবেশটুকু
চাপা দেবো কেজো মনের ছোট্ট উঠোনে
সারাদিন আজ ব্যস্ত থাকব আমি
তেজি রোদ্দুরে নানান কাজের অছিলায়
ভেবেছি একা দাঁড়াব অজানা কোনও মোড়ে
চীৎকার করব, “আকাশ, তড়িঘড়ি কাছে আয়”
এসএমএস-এ, “আসছি আমি বায়ে”
দমকল ছুট কবেকার সেই ঠিকানায়
অবাক যানজট কাটিয়ে নিকোটিন মেখে অর্ণবি
হাইওয়ে স্তব্ধ কোন মোহনায়।
কলকাতা ।
দমকল ছুট কবেকার সেই ঠিকানায়
উত্তরমুছুনঅবাক যানজট কাটিয়ে নিকোটিন মেখে অর্ণবি
হাইওয়ে স্তব্ধ কোন মোহনায়।
=== অর্ণবি, তোমাকে সেলাম! অপূর্ব।
Asadharan...
উত্তরমুছুনAsadharan pree.. :)
উত্তরমুছুনosonkhyo dhonyobad apnake...
উত্তরমুছুনThnx a lot...
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন