
প্রজাপতি
প্রজাপতি, তোমার রামধনু রঙ পাখা
যেন ছবির পটে আঁকা !
দাও না আমায় কিছু রঙ তোমার থেকে
যখন মন যাবে মোর রেঙে ?
প্রজাপতি, চলো উড়ি তোমার সাথে
এ ফুল থেকে ও ফুলে |
কত খুশি কত গান মনে ওঠে জেগে
নানা ফুলের নানা ঢঙে ||
নানা ফুলের স্বাদে, নানা ফুলের বাসে
মন হয়ে যায় বিভোর |
দূর থেকে দূরে, চলে যাই বহু দূরে
সব কিছু যাই ভুলে |
মন যেন হয় আপনহারা বাঁধনছাড়া
যখন বেড়াই তোমার সাথে,
ফুলের মাঝে ঘুরি আর মধু খেয়ে ফিরি
হাওয়ায় দুলে দুলে ||
সমুদ্র
সমুদ্র, কখনো তুমি সবুজ, আবার কখনো নীল,
কখনো তোমার ছন্দিল ঢেউ, আবার কখনো অমিল |
কখনো তুমি শান্ত, আবার কখনো উদ্দাম,
কিন্তু তুমি পবিত্র, অনন্ত গতিতে প্রবাহমান |
তোমার বুকের খেলে যায় ঢেউয়ের পরে ঢেউ,
তোমার মনের কথা জানতে পারে না কেউ |
তোমার বুকে লুকিয়ে থাকে কত শতই না প্রান,
কিন্তু তুমি ত' নাও না কিছুই শুধুই কর দান |
সমুদ্র, কেন তুমি দাও না আমায় তোমার কিছু গুণ,
তোমার পরশে হোক যেন মোর এ জীবন নতুন ||
তুষার পাত
আজ সকাল হতে কেমনতর তুষার ঝরে ঝরঝর ?
হাওয়ার সাথে ভাসে যেন পাখির পালক থরথর |
ও কী তুষার না কী মেঘের পুঞ্জ ধরায় আসে নেমে ?
ঘাসের 'পরে, পথের ধারে পাহাড় উঠছে জমে !
কী সুন্দর রূপ যে তোমার, তুষার তুমি থাকো সাথে,
তোমায় নিয়ে খেলার ছলে আনন্দে মোর মন যে মাতে |
নিউইয়র্ক ।
সুচিন্তিত মতামত দিন