অমিতাভ দাশ








পহেলা ফাল্গুনে

তুমি আজ কী রঙের শাড়ী পরবে গো, বাসন্তী, নাকি উজ্জল সবুজ?
আমি পরবো আকাশী পান্জাবী দিগন্ত হাঁটবে দেখো তোমারি ও পাশে...
রাজপথ যেন এক মিঠে দুপুরের নদী খেই হারানোয় উচ্ছল অল্প অবুঝ,
পলাশেরা লাল লাল পাখী একটু লাজুক উড়ু উড়ু উৎসুক গাছের কার্ণিশে।
পদক্ষেপে উৎসব আলো ও গৌরী কোথায় কোথায় এত সৌরসুখ ছিলো?
এমনি নিবিড় ফুটছে ভাললাগা চাঁপা অজুহাত খুঁজি ছোঁব ওই গ্রীবা..
আশ্চর্য মাটি ও ছেনি কবিতার, আজ যে ঘরে রাখা হলো,
কোন সমুদ্রসংগীত ঢেউ বা করতালিতে আজ জানাব, জানাব বাহবা!
এ পহেলা ফাল্গুনে সুখের সবুজ ও বনে দৌড়ায় সে কোন হরিণী!
তোমার হৃদয় ছুঁয়ে এ কোন নীরব গান ধায় জানালা কপাট সব খুলে...
ঋদ্ধ ঠিকানায় এসো তুমি, একশো আট নীল পদ্ম ফুটিয়েছি আমি যে ঋণী,
এতো ঋণী আমি আজ ফাল্গুনী চাঁদ তুমি আমারই জন্যে শুধু পহেলায় এলে!


কলকাতা ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন