
এসো না আরও কাছে
এসো, এসো না আরো কাছে,
ওই অপরূপ পানপাতা মুখখানি
ধরে থাকি আমার এই দুই হাতে |
সরিয়ে দিই ওই ঘোমটা তোমার --
লাগে না ভাল আমার কোন কিছু
তোমার শরীরে যা আছে জড়ানো |
তোমার মেঘ কালো চুলে আমি
ঘ্রাণ নিই কুসুমিত রজনীগন্ধার সুবাস |
আমার সমস্ত অস্তিত্ব যেন হারায় ওই
সুনিবিড় কেশজালে যেখানে আমি
মুখ ডুবাই , হারিয়ে ফেলি নিজেকে |
আমার উষ্ণ ঠোঁট নেমে আসে তোমার
কাজল কালো চোখের দুটি পাতায়...
চোখ থেমে যায় ওই দুরন্ত দুই ভুরুর
মাঝে বৃত্তাকার বিন্দুটিতে;
যেন একটি পথ হারানো তারা
থেমে আছে আমায় আরো কাছে টানতে|
আমি খুঁজে বেড়াই আমায়
তোমার কানের লতিতে,
ছোট্ট দুটি চুমু দুই কানে দিই |
তোমার আরক্ত পদ্ম পাপড়ি ঠোঁট দুটিতে
উদভ্রান্ত চুম্বন দিয়ে সমস্ত মধু পান করে নিই |
তারপর ওই রাজহংসী গ্রীবা
যেখানে আমি আবার হারিয়ে যাই |
আর ওই জোড়া বাঁধের মাঝে
চিকন দুটো হাঁস যেখানে আমি
হয়ে যাই সম্পূর্ণ সমাহিত |
তখন তুমি আর আমি একাকার,
দুটো শরীর এক, দুটো ভাবনা এক..
ক্রমশ তলিয়ে যাই নিখাঁদ
ভালোবাসার অতল তলে |
নিউইয়র্ক ।
সুচিন্তিত মতামত দিন