মৌসুমী সেন







" রণবিজয়ী সৈনিকের আত্মক্রন্দন "


প্রতীক্ষা, প্রতীক্ষা আর প্রতীক্ষা !
টুক টাক, টুক টাক
হঠাৎ কিসের শব্দ !
আহ্‌ আর পারলাম না
বিছানা ছেড়ে নেমেই পড়লাম,
কি একটা আবছা ছায়া-
আমি জেগে উঠতেই উধাও।
গভীর এক বিষণ্নতা ভিড় করল মনে
আর ঘুমোতে পারলাম না !
পাশে ঘুমিয়ে থাকা মানুষটি ভীষণ ক্লান্ত,
অগত্যা খোকাকে জড়িয়ে ধরে ঘুমোনোর চেষ্টা।
নিস্তব্ধতা চারিদিক গ্রাস করেছে,
আবারও দেখলাম এক কালোছায়া প্রতিমূর্তি !
ভয়ে ইন্দ্রিয়গুলো বন্ধ হয়ে আসে
এক দিন- দুদিন- প্রতিদিন এমন
আমি পাগল হয়ে যাচ্ছি না 'তো ?
ঘুমহীন ঘুমের ভানে আজ বুঝতেই হবে এমনি ভেবে
কাল জাগরণের আঁধারে ভয়াল আত্মবিলাপ,
আধবোজা চোখে দেখি বলিষ্ঠ একটি হাত-
খোকার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে অনবরত !
অদম্য ভয়ে শিরা-উপশিরায় আতঙ্ক;
তবু নিরূপণে রইলাম চুপ
সাহসিকতায় অজান্তেই হাতটি চেপে ধরলাম।
আগন্তুক আমার মুখটি চেপে ধরে
পাজাকোলা করে নিয়ে এল নির্জন আঁধারে,
টর্চ লাইটের স্বল্প আলোয়–
মুখোশ খুলে দেখালো তার অবয়ব
আমি চিৎকার করে উঠলাম "তুমি" !
অঝোর প্লাবন ঝরিয়ে বলল
বড্ড দেরী করে ফেলেছি নুরী
যুদ্ধান্তে জ্ঞানহারা হয়ে ঘুরেছি দেশের বিভিন্ন প্রান্তে,
যেদিন ফিরে এলাম, দেখলাম খোকার পিতৃত্ব পূরণে-
আমারই অনুজ সাহারা দিচ্ছে প্রতিনিয়ত !
তুমি হয়েছ ধর্মীয় বিধিতে তারই অনুকম্পা,
খোকাকে দেখার অদম্য পিপাসায়
ফিরে আসি বারবার তোমারই কাছে অন্তরালে।
শান্তনার নিঃশ্বাস নেই ভাষার শ্লোগানে
মুক্তিকামী মানুষের সফলতা অর্জনে
বাংলা ভাষার উন্নয়নের প্রগতিশীলতা দেখে
তার প্রতিটি কথায় বাকরুদ্ধ হয়ে-
লিখে গেলাম বাংলায় নির্মিত কষ্টার্জিত ইতিহাস।।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.