
অন্ধকারযাপন
অন্ধকার যাপনতোমাদের পাড়ার অন্ধকারগুলো জাফরান রঙের মতো-
গড়াতে গড়াতে নিখুঁত চিত্রকল্প হয়ে যায়।
রাত্রিযাপন শেষে মূর্তিমান সত্তা যেমন হঠাৎ বিমূর্ত হয়,
কল্পনার ঘ্রাণে সেই রকম অন্ধকার এলে,
নীরবতাও কথা বলে নিঃসীম নীলের চোখে;
কালো চোখে-
সর্পিণী শরীরপাড়ায়।
কী রকম শৃঙ্গারে ভেসে অন্ধকারও কথা বলে
সহোদরা মৃত্যুর সাথে-
যেমন নীলিমার সাথে নির্লিপ্ত প্রবাল!
ঢাকা।
সুচিন্তিত মতামত দিন