
রাজ মুকুট
মোদের কোলে জন্ম নিলে
রাজ মুকুট পড়ে
এ মুকুটা রাখবে যত্নে
যুগ যুগ ধরে ।
এ মুকুটই নিয়ে যাবে
কন্টক মুক্ত পথে
এর অযত্ন করলে পরে
পারবেনা চড়তে রথে ।
সঠিক পথে না চললে
হবেই হবে সর্বনাশ
গুরুজনকে না মানলে
হবে অসৎ সংগে বাস।
এ মুকুট তোমাদের জন্য
অন্য কারো নয়
নেয় যদি তা অন্য কেহ
এটাই হয় ভয় ।
তোমাদের জন্য
হে মোদের সোনার টুকরো
হে মোদের আদরের ধন
হে মোদের হৃদয়ের মানিক
পরিবারের প্রতি দাও মন।
মা যত্নে রেখেছে গর্ভে
বাবা কষ্টে করেছে লালন
তোমরা তাদের উপদেশ
মেনে চলো করো পালন।
মা বাবা পাঠিয়েছে শিক্ষা নিতে
অকালে ঝরে যেতে নয়
তোমরা তাদের খালি করবে বুক
এটাই তাদের হয় ভয়।
তোমরা করবে সংগ্রাম লড়াই
ফায়দা লুটবে কয়েক জন
তোমরা ঘুড়বে পথে পথে
ভেঙ্গে যাবে তোমাদের মোণ ।
মনে রেখো সোনামনিরা
আগে পরিবার তারপর দেশ
যদি না শোনো তোমরা
নিশ্চয়ই হয়ে যাবে নিঃশেষ ।
প্রজন্ম চত্বর
শাহবাগের 'প্রজন্ম চত্বর' '
স্মরণ হয় সেই একাত্তোর
এখানে আসা সর্বস্তরের জনগণ
সবার মাঝেই এক কন্ঠ এক মন
জ্বলছে মশাল প্রতিবাদের আলো
শহীদের স্মরণে মোমবাতি জ্বালো
গানে গানে প্রতিবাদের সুর
গেয়েই চলেছে দিবা কি ভোর
শ্লোগানে শ্লোগানে বলছে আসি
হবে কবে রাজাকারদের ফাঁসি
না না না আর নয় অপেক্ষা
তাদের দিতে হবে উচিত এক শিক্ষা
সাবাস সাবাস এগিয়ে যাও হে প্রজন্ম
এ কারনেই তোমাদের হয়েছে জন্ম ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন