এম আর ফারজানা








শাহবাগ প্রজন্ম ২০১৩ 

শোধিতে হইবে ঋণ রাখতে দেশের মান
কত গান,কাব্য,কবিতা হবে শ্লোগান ।
তারুণ্যের স্রোত ধারায়
অশুভ শক্তি যেন হারায়,
উঠেছে নতুন সূর্য শাহবাগে
জঞ্জাল হবে সাফ পথের সম্মুখ ভাগে ।।
শুনেছি সমুদ্রের গর্জন
সাহসী তরুণ শ্রেণীর অর্জন,
মুছে যাক গ্লানি,পাপ,সব অন্যায়
প্রতিবাদের জয়ধ্বনির বন্যায় ।।
সমস্বরে সব শ্রেণীর মানুষ আজ
তোলেছে দীপ্ত কণ্ঠে আওয়াজ ,
চাইছে রাজাকারের ফাঁসি হাতে হাত ধরে
সোনার বাংলা গড়বে আবার নতুন করে ।।
জনসমুদ্রের শ্লোগান মুখরে
বিজয়ের ধ্বনি শুনি চারিধারে
রক্তবিন্দু,শিরায় শিরায় কাঁপন বয়
শাহবাগে গণজাগরণের হবে হবেই জয় ।।

নিউইয়র্ক। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.