ঊষসী ভট্টাচার্য







তোমায় আর কি বা দিতে পারি...

কৃষ্ণচূড়া গাছে সেদিন রং ধরতে গেছিলাম
এক শালিক দেখে আমায় পালালো,
কি জানি ও যে কি বুঝলো,
এলোমেলো ভাবনা বুঝি ধরে ফেলল ,
সেদিন জোছোনা রাতে
চাঁদের থেকে আলো নিয়ে, গায়ে মাখছিলাম
একটা তারা আমায় দেখে সেকি লজ্জা!
আমি বললাম- “এই মুখপুড়ি চোখ বোজ”
সে হেসে বলল-
“আর আলো ধরিস নে লো, সে তো পুড়ে যাবে”
সেদিন সাত সাগরের জল তোমার জন্য আঁচলে করে আনছিলাম,
সাত টি সাগর আমায় বলল,
“মন খুলে দে সে আরাম পাবে “
সূর্য কে হাজার ডেকেও সাড়া পেলাম না,
কি বেহায়া কোথায় যে যায় !
তেজ ছাড়াই চললাম তোমার অভিসারে ।
শরীর ছুঁয়ে, মন নুইয়ে ,
রঙে ভরা ঠোঁট , আলোয় ভরা গা
আর
মন উপচে পরা প্রেম –
এলিয়ে পরা রাতের বুকে,
তুমি সূর্য হয়ে জ্বললে ।


কলকাতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.