
ভালোবাসার আজকাল
কথা দিয়ে কথা রাখা বেহায়া সে বায়না।
যত ভাবি ভুলে যাবো, ভুলে থাকা হয় না।
চোখাচোখি চারচোখে সাক্ষী যে আয়না।
মন পোড়ে মধুমাসে, চলে যাওয়া সয়না।
একফোঁটা সুখ আর একমুঠো খুশী চাই,
সংশয়,সন্দেহ, বিচ্ছিরি,দুচ্ছাই!
মন বলে, ভরে গেছি,আর দেখো ঠাঁই নাই,
ভালোবাসা বলে গেল “আজ আছি, কাল নাই’।
কলকাতা ।
খুব সুখকর
উত্তরমুছুনচমৎকার ----------
উত্তরমুছুনভালোবাসা বলে গেল “আজ আছি, কাল নাই’।
খুব ভাল লেগেছে কবিতা....ভালোবাসা বলে গেল “আজ আছি, কাল নাই’--তাপসকিরণ রায় ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন