.jpg)
তুমি শেষ হয়েও হওনি শেষ
আজ নয় কাল নয়
কোন ঋতু বসন্ত নয়
মনের চোরাবালিতে ঢেকে রয়েছ
তুমি ।।
তাই তুমি শেষ হয়েও হইলেনা শেষ
তাই শুরু করছি তোমা থেকেই !
ভুলে যাবনা বলবোনা
শুধু বলবো
এই নাও আমার যৌতুক ।।
আমি আমার আত্মা ধুয়েছি শ্রাবণের জলে
তাই আজ অস্থির আত্মায় একবুক রক্তের প্রতিজ্ঞা ।
আমার অন্তর আত্মায় মৃত্যুর গর্বে ভরপুর ।
আমার আত্মার প্রতিভাজে দেখ আগ্নেয়াস্র ,
আজ আমার আত্মা জুরে বিদ্রোহ
ভুরুযুগলের মাঝে যুদ্ধের রক্তজয়টিকা ।
বল আমার কিসের ভয় ?
তোমা থেকে করেছি শুরু ।
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি
তুমি চলে যাচ্ছ
নদীর বুকে ঢেউয়ের তালে নৌকো দুলে ।।
তোমার ক্লান্ত অপস্রিয়মাণ মুখশ্রী
দেখছি আর দেখছি
তুমি চলে যাচ্ছ
তোমার যাওয়ার শেষ হচ্ছে না ।।
বাতাসের সংগে ,কাশফুলে ঘেরা কাশবনের সাথে
কথা বলে
যমুনার দিকে চোখ ফেরাতেই
তোমাকে আবার দেখলাম ।
তাই তুমি শেষ হয়েও হইলে না শেষ।
বাতাসে মৃতুর গন্ধ ,
চৈতন্যে অস্থির দোলা ।
আমার দুচোখ বন্ধ হতে হতে দেখলাম
তোমার অপস্রিয়মান মুখশ্রী !!
আমার চোখ সম্পূর্ণ খোলেনি ,
অর্ধেক নিদ্রার মধ্যে অর্ধেক আলোয় জাগরণে ___
আকাশে উঠেছে কালো ধুয়া চিরে চিরে
ভেসে উঠছো তুমি আবার ডুবে যাচ্ছ ।।
না ,না ,তুমি শেষ হয়েও হওনি শেষ ।।
রফিক- সালাম-বরকত- আরও লাখো শহীদের মাঝে
তুমি একজন ।।
.
অযাচিত ভালোবাসা
অযাচিত যে ভালবাসায়
দিয়েছিলাম সারা ;
তাতে ছিল না একচুল ভুল ,
তাই বুঝি হারালাম সব কূল ।।
আরালে –আবডালে কত যে ধরেছ বায়না
কতটা দিয়েছি তোমায় ,
সে তো আমি জানি ।।
হৃদমাঘের কম্পনে ,
বুকের উঁচু –নিচু ভাঁজের আয়নায়
যতটা নিজেকে করেছ উষ্ণ –উত্তপ্ত ,
ততটাই আমি হয়েছি রিক্ত
আকুল করা ব্যাকুল প্রণয়নে ।।
অযাচিত ভালবাসায়
দিয়েছিলো সবটুকু নারা ,
তাই ধীরে ধীরে পড়ছে মনে
তোমার যত কথামালা ।।
এমন করে কেন কর যাতনা
আজ মনে কি নেই কোনও ভাবনা ,
মিথ্যে ভালবাসার অভিনয় আর না ।।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন