তাসলিমা খানম






তুমি ছিলে নারী


তোমারে ভালবাসিবার
তরে জন্মেনি কোন পুরুষ ,
তুমি সেই নারী !!
যে নারী তুমি করলে ঋণী ।
বুকের মাঝে মোচড় দিয়ে উঠছে ।
বুকটা তেমনি ভারি !!
হায় !! দামিনী !!
তুমি ছিলে নারী !!
তাই হল বুঝি
তোমার এমন লোমহর্ষক অকাল মৃত্যু !!
যে পুরুষ তোমায় জন্ম দিয়েছে
সেই পুরুষ হল দানব ।
মায়ের জঠরে ছিলে নিরাপদে
যে তুমি !
হায় ! পৃথিবীর পুরুষ !!
যাকে ভালবেসে করতে পারতে
পবিত্র মাথার রানী ।
তাকে হত্যা করে তোমরা হলে পাপী ।
ভালবাসাকে বিকৃত করলে ঐ নরপিচাসেরা ।
যাকে চুল থেকে
পায়ের নখ পর্যন্ত
ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারতো
যে পুরুষ !!
ও ভাই !! ও বন্ধু
তোমরা ওদের পুড়িয়ে মার !!
দেখি তোমরা কেমন পুরুষ !!
যে নারী আমাদের করলো ঋণী
জীবন দিয়ে চিনিয়ে দিলে ,
সমাজে পুরুষ নামে
কলঙ্কিত জানোয়ার গুলোকে ।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন