আহমেদ ইশতিয়াক


সৌজন্য প্রথম আলো 






প্রেমের মরা জলে ডোবে না


ব্যাখ্যা কর
"প্রেমের মরা জলে ডোবে না"

উৎসঃ আলোচ্য অংশটুকু নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসমূহের "কথার কথা" শীর্ষক কথা থেকে নেয়া হয়েছে।
প্রসঙ্গঃ সব মানুষ মরে গেলেই নদী বা সাগরে ডুবে যায় না। বিশেষ প্রজাতির কিছু মানুষ উবু হয়ে ভেসে থাকে। আলোচ্য অংশে সে কথাই বোঝানো হয়েছে।
বিশ্লেষণঃ মানুষ গৃহপালিত সামাজিক জীব। জীবনে চলতে ফিরতে মানুষ ব্যাপক বাধা বিঘ্নের সম্মুখীন হয়। প্রেম এমনই এক বাধা। কিছু কিছু বুদ্ধিমান মানুষেরা এই বাধা সহজে উৎরে গেলেও অসংখ্য মানুষ এই ক্ষেত্রে ৩৩ নম্বর উঠাতে ব্যর্থ হয়। এই সকল মানুষের মাথায় উপকারী জন্তু গরুর প্রদানকৃত মলও থাকে না। তারা বিভিন্ন রকম বদ হজমের শিকার হয়ে গ্যাস উৎপাদন ক্ষেত্রে পরিণত হয়। তাদের মস্তক ফাঁকা থাকে বিধায় এই গ্যাস নির্গমনের বিপরীত দিকে উঠে এসে মাথায় স্থান করে নেয়। এতে তাদের মাথা ধীরে ধীরে ফুটবলের মত হালকা কিন্তু গ্যাসে ভর্তি হয়ে ওঠে। একসময় তাদের জীবনাবসান ঘটে এবং মানুষ বিচিত্র কারনে তাদের পুকুর,ডোবা,নদী,সাগর ইত্যাদিতে নিক্ষেপ করে। তখন দেখা যায় যে তারা ডোবে না বরঞ্চ উবু হয়ে ভাসে।
সম্প্রতি অজ পাড়াগাঁয়ের বিশিষ্ট কৃষক ও তার কয়েকজন সঙ্গী গবেষণা করে দেখেছেন যে মৃত গরুও পানিতে ভাসে। মৃত গরুর পানিতে ভাসার সাথে প্রেমের সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখতে তারা ব্যাপক তদন্ত চালাচ্ছে।
সারকথাঃ প্রেমের মরা যেহেতু জলে ডোবে না সেহেতু পচে গলে ব্যাপক পরিবেশদূষণের আশঙ্কা করা হচ্ছে। তাই বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে প্রেমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা।


ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.