জিনাত জাহান খান









চেনা আমি ও তুমি

যখন অসতী হয়ে জাগিয়েছে পৌরুষ
পরিত্যাগ জ্বালিয়েছে তৃষ্ণা
সেই তুমি এলে আমাতেই অবশেষে তখন ।
কোন অস্ত্র নেই কথা ছাড়া
আজ শুধু জয় করার পন -
অজরা তুমি ,
মৃত্যুর উপর এস নেমে রাত্রি হয়ে
যত যন্ত্রনা আন বুক ভরে
ঈশ্বর হয়ে স্বপ্ন কিংবা নিঃসঙ্গতা দাও
আনন্দ চাই জ্বরের প্রলাপ যেমন
তোমার চিরযৌবনের নিদ্রা চাই না ।
আমাদের প্রনয়ের তীব্রতম মুহুর্ত ফেটে যাবে
দিন দিগন্তে ডিম হয়ে
আমার সবটুকু লুপ্ত সময় ভবিষ্যত করে
দেখবো তোমার সর্বশেষ পলকপাতে ।









চোখ আকাশে সুখ

তাকানো যায় না আকাশে সূর্যের বন্যায়
এতদিনের যত না পাওয়া যাব পেয়ে
ভেবেছিলে কি কখনো ?
স্বপ্ন দেখছে শুয়ে শুয়ে রূপালী জল
পড়ছে ঝরে নীলের স্রোতে সমস্ত আকাশ
আমাদের রক্তের সমুদ্র ঘিরে উঠবে জ্বলে অপরূপ ইন্দ্রধনু
ভেবছিলে কি ?
অনিন্দ - উজ্জ্বল সুখ কাঁপছে চোখ আকাশ
সমস্তটা জুড়ে দ্যাখো কত মৃত্যু
কত জন্ম আর কত কি
কেমন করে বলি !


বরিশাল ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.