ইমেল নাঈম







অনুরণন

চৈত্রের সকালে আকাশে ঘন মেঘে
ভুলেছিলাম চোখের সাথে চোখের সম্পর্ক ,
এই বাম হাত ছেড়েছিল কোন এক ডান হাত ।
হৃদয় ভাঙ্গার কষ্টে কেঁদেছিল প্রাণ
পুরুষের চোখে জল আসে না বলে
কেউ দেখে নি সে ক্রন্দন ।
মনের সাথে চোখের সম্পর্কে পড়েছিল পর্দা ,
ভেবেছিলাম জীবন কেন এতো অর্থহীন
কেনই বা স্বল্প সুখের দিন শেষে ফিরে আসে কষ্টের অমানিশা !
প্রেমের সব রাস্তা তিন রাস্তার মোড়ে এসে থেমে যায়
সেখানেই থেমে গিয়েছিলাম তুমি - আমি উভয়েই ,
অতঃপর ভিন্ন পথে ছুটেছি দু'জনই
ভিন্ন কোন গাড়ীতে , ভিন্ন কোন জংশনে
নতুন কোন ট্রেন ধরতে ।
সময়ের চিকিৎসায় ভুলেছি তোমাকে . . .
পুরনো তোমাকে আজ নতুন রূপে দেখে
আবার মনে পড়ে গেল ,
চা দোকান আর জানালার সম্পর্কটি
আর বুকের গহীনে বাজতে লাগল স্মৃতির ইমন - কল্যাণ ।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন